রাসুল (সা.) বলেন, ‘প্রথমে ছিলেন শুধুই আল্লাহ। তিনি ছাড়া আর কিছু ছিল না। এরপর আল্লাহ তায়ালা আরশ সৃষ্টি করলেন। আরশের পর সৃষ্টি করলেন কলম।’ মহানবী (সা.) আরও বলেন, ‘আল্লাহর আরশ পানির ওপর অবস্থিত।’
এই বর্ণনা অনুযায়ী, আল্লাহর আরশের নিচে একটি পানির আবরণ বা অস্তিত্ব রয়েছে। সে সূত্রে কিছু বিজ্ঞ লোক মনে করেন, আল্লাহ সম্ভবত কলম তৈরির আগেই পানি তৈরি করেছেন। যদিও এ বিষয়ে স্পষ্ট করে কিছু বলার সুযোগ নেই, তখন আকাশ বা পৃথিবী কোনোটাই তৈরি হয়নি। আমরা দুনিয়াতে এসেছি তারও বহু পরে। তবে কোরআন থেকে জানা যায়, পানি হলো সকল জীবনের উৎস (সুরা আম্বিয়া, আয়াত: ৩০)।
এবার কলমের প্রসঙ্গে আসা যাক। মহানবী (সা.) বলেন, ‘আল্লাহ কলম সৃষ্টি করেছেন।’ এই কলমের আকৃতি বা এটি দেখতে কেমন তা আমাদের কল্পনার বাইরে। কিন্তু এই কলম আছে এবং এটি আল্লাহ সৃষ্টি করেছেন এতে অবিশ্বাসের সুযোগ নেই।
হাদিসে আছে, কলম সৃষ্টির পর আল্লাহ কলমকে বললেন, ‘লেখো।’ কলম বলে উঠল, ‘কী লিখব, হে আমার রব?’ আল্লাহ–তায়ালা বললেন, ‘কেয়ামত পর্যন্ত যা কিছু ঘটবে তার সবই লেখো।’ এরপর মহানবী (সা.) বলেন, ‘আমি এই কলমের ব্যাপারে তোমাদের যা কিছু বলেছি তার বাইরে কেউ যদি অন্য কিছু বিশ্বাস করে, তাহলে সে আমাদের দলভুক্ত নয়।’