জুয়েলারি শিল্পে নারী-পুরুষের সমতা নিশ্চিতের দাবি জানিয়েছেন এ শিল্পের সঙ্গে সম্পৃক্ত নারী উদ্যোক্তারা। তাদের মতে, এজন্য দরকার সরকারের নীতি সহায়তাসহ সরকারি পর্যায়ে প্রশিক্ষণ ইনস্টিটিউট। এই খাতে উদ্যোক্তা বাড়াতে নারীদের প্রশিক্ষণের আহ্বানও জানিয়েছেন তারা।
আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার (৮ মার্চ) রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে বাজুস কার্যালয়ে ‘জুয়েলারি শিল্পের উন্নয়নে নারী উদ্যোক্তাদের ভূমিকা’ শীর্ষক সভায় বক্তারা এ আহ্বান জানান।
বাংলাদেশ জুয়েলার্স এসোসিয়েশনের (বাজুস) আয়োজনে আন্তর্জাতিক নারী দিবসের অনুষ্ঠানে বাজুসের সাবেক সভাপতি এবং বর্তমান কার্যনির্বাহী কমিটির সদস্য ও মুখপাত্র দিলীপ কুমার রায় উপস্থিত ছিলেন। এতে সভাপতিত্ব করেন বাজুস স্ট্যান্ডিং কমিটি অন উইমেন অ্যাফেয়ার্সের চেয়ারম্যান ফরিদা হোসেন।
‘নারীর সমঅধিকার, সমসুযোগ এগিয়ে নিতে হোক বিনিয়োগ’ এই প্রতিপাদ্য সামনে রেখে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বাজুস প্রতিবারের মতো এবারও পালন করেছে আন্তর্জাতিক নারী দিবস।
নারীদের ব্যবসা-বাণিজ্যে সম্পৃক্ত করার আহ্বান জানিয়ে অনুষ্ঠান শেষে নারী উদ্যোক্তাদের সাথে নিয়ে কেক কাটেন ফরিদা হোসেন।
পৃথিবীর সকল ভালো কাজের পেছনেই নারীদের অবদান রয়েছে। পুরুষের পাশাপাশি নারীরাও রাজনীতি, ব্যবসা-বাণিজ্য অন্যান্য কর্মকাণ্ডে ভালো ভূমিকা রাখতে পারেন। তাই তাদেরকে ঘরে বসিয়ে না রেখে ব্যবসা-বাণিজ্যে সম্পৃক্ত করার আহ্বান জানিয়েছেন জুয়েলারি শিল্পের সাথে সম্পৃক্ত নারী উদ্যোক্তারা।