শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে পুঁজি বাজারের অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিডিবিএল এর চেয়ারম্যান শেখ কবির হোসেন (প্রধানমন্ত্রীর চাচা) বলেছেন, বঙ্গবন্ধু বাঙ্গালীকে উপহার দিয়েছেন বাংলাদেশ। আর তার তনয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত ১৫ বছরে এই দেশকে নিয়ে গেছেন উন্নয়নশীল বিশ্বে। ১৫ বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ দেখলেইতো বুঝা যায় এর উন্নয়ন ধারা। আজকে বাংলাদেশ স্মার্ট বাংলাদেশ। এই ধারা বাহিকতায় বাংলাদেশের শেয়ারবাজারকে শক্তিশালী করতে কাজ করছে বিএসইসি। তিনি বলেন, এর ভিত ও নীতিমালা যদি শক্ত হয় তাহলে শেয়ার বাজারে ধ্বস নামবে না।
শুক্রবার সকাল ১১ টায় শ্রীমঙ্গল গ্র্যান্ড সুলতান হোটেল এন্ড রিসোর্টের পানশালায় বাংলাদেশ সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের আয়োজনে দুই দিন ব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন বিএসইসি এর কমিশনার মো. আব্দুল হালিম।
এ সময় আরো উপস্থিত ছিলেন, সিডিবিএল এর ব্যবস্থাপনা পরিচালক শুভ্র কান্তি চৌধুরী, বিএসইসি এর কর্মকর্তা আনোয়ারুল ইসলাম, সাইফুল ইসলাম ও রাকিবুল ইসলাম চৌধুরী। এ ছাড়াও কর্মশালায় সেন্টাল ডিপজিটরি বাংলাদেশ লিমিটেড এর কর্মকর্তারা অংশনেন।
এ সময় বক্তারা বলেন, অন্য যে কোন সময়ের চেয়ে বর্তমানে পুঁজি বাজারের স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পেয়েছে।