মৌলভীবাজার জেলা প্রতিনিধিঃ
মৌলভীবাজারে ৪টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ও সিভিল সার্জন কার্য্যালয়ের যৌথ অভিযানে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (২৯ মে) দুপুর ৩টা থেকে শুরু করে সন্ধ্যা পর্যন্ত মৌলভীবাজারের ৪টি ক্লিনিকে ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর ও সিভিল সার্জন কার্য্যালয়ের যৌথ উদ্যোগের অভিযানে সূর্যের হাসি ক্লিনিককে ১০ হাজার টাকা, হাবিব হেল্থ কেয়ার হাসপাতালকে ৫ হাজার টাকা, নুরজাহান (প্রা.) হাসপাতালকে ১৫ হাজার টাকা ও মা-মনি (প্রা.) হাসপাতালকে ৪০ হাজার টাকাসহ মোট ৪টি প্রতিষ্ঠানকে ৭০ হাজার টাকা জরিমানা ও আদায় করা হয়।
এসময় এসকল হাসপাতালের অপারেশন রুমে রাখা ঔষধের মেয়াদ না থাকা, অপারেশন রুমে নানা অনিয়ম ও বিভিন্ন কারণে এসব জরিমানা করা হয়। তবে শহরের বড়হাট এলাকায় সূর্যের হাসি ক্লিনিকের রেজিষ্ট্রেশন না থাকলেও তাদের বিরুদ্ধে বাড়তি কোনও ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
অভিযানে উপস্থিত ছিলেন, ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আল আমিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. ফারহানা হক ও স্যানিটেশন ইন্সপেক্টর দীপংকর ভট্রাচার্য্য