সোলেমান আহমেদ মানিক, মৌলভীবাজার-
চা বাগান অধ্যুষিত অঞ্চল চায়ের রাজধানী খ্যাত শ্রীমঙ্গলে ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যে চা জনগোষ্ঠীর ঐতিহ্যবাহী ফাগুয়া উৎসব অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ মার্চ) বিকেল ৩টায় উপজেলার কালিঘাট ইউনিয়নের ফুলছড়া চা বাগান মাঠে এ উৎসবের আয়োজন করা হয়।
ফাগুয়া উৎসব উদযাপন পরিষদের আহবায়ক, রাজঘাট ইউপি চেয়ারম্যান বিজয় ব্যানার্জি ও সদস্য সচিব, কালিঘাট ইউপি চেয়ারম্যান প্রাণেষ গোয়ালার আয়োজনে চা শ্রমিকদের বহুমাত্রিক সাংস্কৃতিক অনুষ্ঠানসমূহ নিয়ে ৩য় বারের মতো ফাগুয়া উৎসব/২৩ ইং অনুষ্ঠিত হয়।
মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান ও গেষ্ট অব অনার সিলেট বিভাগের ভারতীয় সহকারী হাই কমিশনার নীরাজ কুমার জায়সওয়াল ঘন্টা বাজিয়ে অনুষ্ঠানিক উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন- শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়, উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি অর্ধেন্দু কুমার দেব, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান (মহিলা) মিতালী দত্ত, উপজেলা আওয়ামী লীগের সম্পাদক জগৎ জ্যোতি ধর শুভ্র, মৌলভীবাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার প্রমুখ।
সমবেত জাতীয় সংগীত ও উদ্বোধনী সংগীতের মাধ্যমে চা শ্রমিকদের নিজস্ব সংস্কৃতি, নিত্য ও সঙ্গীত নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। এতে চা বাগানের গান, গুরুবন্দনা (ভোজপুরী), হোলি গীত (ভোজপুরী), চা বাগান নাটিকা, পত্র সওরা (উড়িষ্যা), ঝুমুর নৃত্য, ডাল ও কাঠি নৃত্য (তেলেগু), চড়াইয়া নৃত্য (উড়িষ্যা), কমেডি (ভোজপুরি), হাড়ি নৃত্য (উড়িষ্যা), বিরহা হোলি গীত (ভোজপুরী) ও হোড়কা বাদ্যযন্ত্রের সাহায্যে হোলি গীত পরিবেশন করে সিলেট বিভাগের বিভিন্ন চা বাগানের সাংস্কৃতিক সংগঠন সমূহ।
শ্রীমঙ্গলের বিভিন্ন সাংস্কৃতিক-সামাজিক ব্যক্তিবর্গ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন বাগানের চা শ্রমিকরা ফাগুয়া উৎসব উপভোগ করে হোলি খেলায় মেতে উঠেন।