শ্রীমঙ্গল প্রতিনিধি:
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে ভ্রাম্যমান আদালত ৫০ হাজার টাকা অর্থদন্ড এবং ১৫০০ ঘনফুট বালু ও বালু উত্তোলনের সরঞ্জাম জব্দ করা হয়।
সোমবার (২৩ মে) বিকেলের দিকে উপজেলার খলগাঁও এলাকায় জেলা প্রশাসক ও জেলার বিজ্ঞ ম্যাজিস্টেট মীর নাহিদ আহসান এর নির্দেশে ও উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের তথ্যাবধানে সহকারী কমিশনার ভূমি (এসিল্যান্ড) নির্বাহী ম্যাজিস্ট্রেট সন্দীপ তালুকদার অভিযান পরিচালনা করে অবৈধভাবে বালু উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন। উত্তোলনকৃত ১৫০০ ঘনফুট বালু, বালু উত্তোলনের কাজে ব্যবহৃত দুটি সেলো মেশিন ও ৭০ ফুট লম্বা পাইপ জব্দ করেন।