জেলা প্রতিনিধিঃ
যথাযোগ্য মর্যাদায় মৌলভীবাজারে পালিত হলো মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পশ্চিমবঙ্গ তথা সমস্ত বাংলা ভাষা ব্যবহারকারী জনগণের গৌরবোজ্জ্বল একটি দিন। এটি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবেও সুপরিচিত। বাঙালি জনগণের ভাষা আন্দোলনের মর্মন্তুদ ও গৌরবোজ্জ্বল স্মৃতিবিজড়িত একটি দিন হিসেবে গণ্য হয়ে আছে।
১৯৫২ সালের এই দিনে (৮ ফাল্গুন, ১৩৫৮, বৃহস্পতিবার) বাংলাকে পূর্ব পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার দাবিতে আন্দোলনরত ছাত্রদের ওপর পুলিশের গুলিবর্ষণে অনেক তরুণ শহীদ হন। তাদের মধ্যে অন্যতম হলো রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকত সহ অনেকেই। তাই এ দিনটি শহীদ দিবস হিসেবে চিহ্নিত হয়ে আছে। ১৭ নভেম্বর ১৯৯৯ সালে জাতিসংঘ কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী প্রতিবছর একুশে ফেব্রুয়ারি বিশ্বব্যাপী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়।
এরই ধারাবাহিকতায় বাঙালী জাতির এই সূর্য সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদন করতে মৌলভীবাজার শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করতে অদ্য ২১ ফেব্রুয়ারি রাত ১২:০১ ঘটিকায় উপস্থিত হন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সাংবাদিক নেতৃবৃন্দ।
মৌলভীবাজার জেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক ও মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ মাহমুদুর রহমানের নেতৃত্বে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের সহ-সভাপতি সৈয়দ মোয়াজ্জেম আলী, সাধারণ সম্পাদক সৈয়দ ময়নুল ইসলাম রবিন, যুগ্ম-সাধারণ সম্পাদক মামুনুর রশীদ তরফদার, সাংগঠনিক সম্পাদক আজিজুল ইসলাম রিয়াদ, প্রচার ও প্রকাশনা সম্পাদক বদরুল হাসান জুসেফ, দপ্তর সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, অর্থ সম্পাদক জুবায়ের আহমেদ রুমি, সহ-অর্থ সম্পাদক মোঃ সাইফুল ইসলাম, সমাজকল্যাণ সম্পাদক আহমেদ পায়েল, কার্যকরী সদস্য কপিল দেব, কার্যকরী সদস্য আবুল কাশেম খান, কার্যকরী সদস্য তপন সূত্রধর, কার্যকরী সদস্য শেখ এবাদুর রহমান, সদস্য দেলোয়ার হোসেন সাগর, সদস্য সফিকুর রহমান (মিষ্টি) সহ মৌলভীবাজার অনলাইন প্রেসক্লাবের অন্যান্য নেতৃবৃন্দ।
পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়া এর সরাসরি তত্ত্বাবধানে মৌলভীবাজার জেলা পুলিশের নিবিড় নিরাপত্তা প্রধানের মধ্য দিয়ে অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।