শাহরিয়ার শাকিল বড়লেখা প্রতিনিধি :
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার বিভিন্ন চা বাগান গুলোতে বছর শেষ নভেম্বর ডিসেম্বর ও জানুয়ারি মাসের প্রথম দিকেই শুরু হয় চা গাছ ছাটাই এর কাজ।
এসময় চা শ্রমিকগন বিভিন্ন দেব দেবীকে প্রাথনা ও পূজা আর্চনার মধ্যে দিয়ে তারা কাজ শুরু করেন।
সরেজমিনে গেলে দেখা যায় বড়লেখা উপজেলার পাল্লাথল চা বাগান, অহিদাবাদ চা বাগান, আল্লাদাত চা বাগান,ও নিউ সমনবাগ চা বাগানের সাত নং শেকসনে চা গাছ ছাটাই শুরু করা হয়েছে, চা গাছ ছাটাই শুরু করেন নিউ সমনবাগ চা বাগানের ব্যবস্থাপক মোহাম্মদ আলী খান,
এসময় উপস্থিত ছিলেন নিউ সমনবাগ চা বাগানের প্রধান ঠিলা করনিক শিবানন্দ দত্ত টিংকু,জুড়ী ভ্যালীর স্টাফ এসোসিয়েশনের সভাপতি গংগেশ রঞ্জন দেব, চিকিৎসক মো: তরিকুল ইসলাম, কৃপাময় দাস পিংকু, দিপক কুর্মি ও সাংবাদিক অজিত দাস।
আরো উপস্থিত ছিলেন নিউ সমনবাগ চা বাগানের বাগান পঞ্চায়েত কমিটির বর্তমান সভাপতি কন্দ মুন্ডা, সাধারণ সম্পাদক কালি প্রশাদ ভর,সাবেক পঞ্চায়েত কমিটির সভাপতি নারায়ণ কালোয়ার, সাবেক ইউপি সদস্য মতিলাল রায়, যুবলীগ নেতা রাংগা চরন সাঁওতাল, চা শ্রমিক নেতা রাসবিহারী দাস ও চা শ্রমিক বৃন্দ