শাহরিয়ার শাকিল,বড়লেখা প্রতিনিধি
মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলার ‘বড়লেখা’ ইংরেজি বানান নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। দীর্ঘদিন থেকে সরকারি দপ্তরগুলো বড়লেখার ইংরেজি বানান সঠিকভাবে লিখলেও বেসরকারি ব্যাংকসহ বিভিন্ন প্রতিষ্ঠান নিজেদের ইচ্ছেমতো বড়লেখার ইংরেজি বানান লিখছে। এতে মানুষের মাঝে সঠিক বানান নিয়ে বিভ্রান্তি তৈরি হয়েছে। একটি বৃহৎ উপজেলার ঐতিহাসিক নামের ইংরেজি বানান ভুলভাবে উপস্থাপন করেও তা সংশোধনের ব্যাপারে তাদের নেই কোন মাথাব্যথা। এতে বিভিন্ন মহলে ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।
প্রায় ৪ মাস আগে মো. খায়রুল ইসলাম নামের এক প্রবাসী বড়লেখার ইংরেজি বানান একেক ব্যাংকের শাখায় একেক রকম লেখায় তা সংশোধনের জন্য লিখতে আবেদন জানিয়েছেন। মো. খায়রুল ইসলাম উপজেলার টেকাহালী গ্রামের বাসিন্দা। কিন্ত ভুল বানান ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলো আজও তা সংশোধন করেনি।
জানা গেছে, উইকিপিডিয়া, বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, বড়লেখা থানা প্রশাসন, বড়লেখা উপজেলা নির্বাচন অফিস, পৌরসভা কার্যালয়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরসহ সরকারি প্রতিষ্ঠানগুলোর কাগজপত্রে বড়লেখার ইংরেজি বানান Barlekha ব্যবহার হচ্ছে যা সঠিক। তবে বেসরকারি ব্যাংকের বড়লেখার কয়েকটি শাখা, সরকারি ব্যাংকের একটি শাখাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের কোনটিতে Barlekha এর ইংরেজি বানান Baralekha, কোনটিতে Borlakha ও Barolekha ব্যবহার হচ্ছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইউসিবিএল ব্যাংকের বড়লেখা শাখায় Barolekha, এনসিসি ব্যাংকে Baralekha, ইসলামী ব্যাংকে শাখায় Barolekha, ডাচবাংলা ব্যাংকে Borolekha, পূবালী ব্যাংকে Baralekha, উত্তরা ব্যাংকে Baralekha এবং কৃষি ব্যাংকে Borlakha লেখা হচ্ছে। এ নিয়ে মানুষের মাঝে বিভ্রান্তি তৈরি হয়েছে।