শ্রীমঙ্গলে পূজা মন্ডপে আনসার ও ভিডিপি সদস্যদের দিকনির্দেশনা প্রদান

স্টাফ রিপোর্টাঃ

শ্রীমঙ্গলে পূজা মন্ডপে সঠিকভাবে দায়িত্ব পালনের লক্ষ্যে আনসার ও ভিডিপি সদস্যদের দিকনির্দেশনা প্রদান

আগামীকাল শনিবার (১ অক্টোবর) থেকে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শ্রীমঙ্গলে১৬৭ টি মন্ডপে অনুষ্ঠিত হতে যাচ্ছে শারদীয় দূর্গাপূজা। এবার উপজেলায় ১৫৫ টি সার্বজনীন ও ১৪ টি ব্যক্তিগত পূজা মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।

হিন্দু ধর্মানম্বিদের সর্ববৃহৎ এই উৎসব সামনে রেখে নিরাপত্তা জোরদারে প্রশাসন থেকে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি।

তারই লক্ষ্যে আজ (৩০ সেপ্টেম্বর) শুক্রবার শ্রীমঙ্গল উপজেলার পূজা মন্ডপগুলিতে যে সকল আনসার ও ভিডিপি সদস্যরা দায়িত্ব পালন করবেন শ্রীমঙ্গল থানা পুলিশের উদ্যোগে তাদের বিশেষ পরামর্শ ও দিকনির্দেশনা প্রদান করা হয়েছে।

উপস্থিত সকল আনসার ও ভিডিপি সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ ও সদ্য পদোন্নতি প্রাপ্ত সহকারী পুলিশ সুপার মো. শামীম অর রশিদ তালুকদার, শ্রীমঙ্গল থানার ওসি (তদন্ত) হুমায়ুন কবির, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা শরীফ উদ্দিন প্রমুখ।