শ্রীমঙ্গল প্রতিনিধি, মৌলভীবাজার :
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের গণিত বিষয়ক ও পাঠদান পরিচালনার উপর সক্ষমতা উন্নয়ন প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) সকালে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ সভায় সভাপতিত্ব করের
উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুন। উপজেলা একাডেমিক সুপারভাইজার সনজিত কুমপর দাশের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা পরিষদ চেয়ারম্যান ভানুলাল রায়।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প (ইউজিডিপি) স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সী (জাইকা) সহযোগিতায় উপজেলা পরিষদ শ্রীমঙ্গলের আয়োজনে ও উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা বিষয়ক কমিটি শ্রীমঙ্গলের বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন মাধ্যমিক শিক্ষা অফিসার দিলীপ কুমার বর্ধন, ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, জাইকার প্রতিনিধি নিশিত জরন রায়, শ্রীমঙ্গল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের গণিত শিক্ষক মোঃ কামাল উদ্দিন প্রমুখ।