স্টাফ রিপোর্টারঃ
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন উপাধ্যক্ষ ড. আব্দুস শহীদ এমপি।
চা শ্রমিকদের ন্যায্য মজুরি লক্ষে যে সিদ্ধান্ত দিয়েছেন মালিকদের সাথে বসে সেই সিদ্ধান্ত কার্যকর করার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন এমপি এবং চা শ্রমিকের মজুরি ১৭০ টাকা নির্ধারণ করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।
বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি
বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি জাতীয় সংসদে ৫০০ টাকা মজুরি করা লক্ষে বহুবার বক্তব্য রেখেছেন মাননীয় প্রধানমন্ত্রীর আজকের এই সিদ্ধান্তের মধ্য দিয়ে তার বাস্তবে রুপ নিয়েছে।
দৈনিক ১৭০ টাকা সর্বনিম্ন মজুরির সঙ্গে বোনাস, বার্ষিক ছুটি ভাতা আনুপাতিক হারে বাড়বে। বেতনসহ উৎসব ছুটি আনুপাতিক হারে বাড়বে। অসুস্থতাজনিত ছুটির টাকা ও ভবিষ্যত তহবিলে নিয়োগকর্তার চাঁদা আনুপাতিক হারে বাড়বে। বার্ষিক উৎসব ভাতাও আনুপাতিক হারে বাড়বে।
সব মিলে ন্যূনতম মজুরি দৈনিক প্রায় সাড়ে ৪শ থেকে ৫শ টাকা পড়বে
শনিবার বিকাল সোয়া ৪টার দিকে গণভবনে দেশের বৃহৎ ১৩টি চা বাগান মালিকদের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকে এ সিদ্ধান্ত হয়।