ডেস্ক রিপোর্ট—
সাম্প্রতিক বন্যায় মৌলভীবাজার জেলার বন্যা কবলিত অসহায় মানুষের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণের জন্য বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ, বিপিএম (বার) প্রাপ্ত শুদ্ধাচার পুরস্কারের সমূদয় অর্থ প্রদান করেন।
গত ০৬ জুলাই ২০২২ পুলিশ সদরদপ্তরে আয়োজিত অপরাধ সভায় আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) পুরস্কারের এ অর্থ মৌলভীবাজার জেলার পুলিশ সুপার মোহাম্মদ জাকারিয়ার হাতে তুলে দেন
সেই অর্থে আজ শুক্রবার ৮ জুলাই ২০২২ মৌলভীবাজার জেলার বন্যা কবলিত বড়লেখা উপজেলার ৯ নং সুজানগর ইউনিয়নের ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ে ৩৫০টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। পরে বেলা ৩ ঘটিকার সময় জুড়ী উপজেলার ৩নং পশ্চিম জুড়ী ইউনিয়নের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, হরিরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৫ নং জায়ফরনগর ইউনিয়নের নয়াগ্রাম শিমুলতলা দাখিল মাদ্রাসা ও জাঙ্গীরাই মুক্তদির বালিকা উচ্চ বিদ্যালয়ে মোট ৩৫০ টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। তারপর বিকাল ৫ ঘটিকায় কুলাউড়া উপজেলার ৬নং কাদিপুর ইউনিয়নের ছকাপন বাজার এলাকায় ১৫০টা পরিবার ও রাজনগর থানার ফতেপুর ইউনিয়নের তুলাপুর আশ্রয়কেন্দ্রের ৫০ টি পরিবারসহ মোট ৯০০টি পরিবারের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিতরণকৃত ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ৪ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি পেঁয়াজ, ১ লিটার তেল ও আধা কেজি লবণ।
বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণের সময় আরো উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার (এডমিন এন্ড ফাইন্যান্স) হাসান মোহাম্মদ নাছের রিকাবদার, অতিরিক্ত পুলিশ সুপার ( ক্রাইম এন্ড অপস্) সুদর্শন কুমার রায়, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউসার দস্তগীর, কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুস ছালেক, জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, বড়লেখা থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন ও রাজনগর থানার অফিসার ইনচার্জ নজরুল ইসলাম প্রমুখ