শাহরিয়ার শাকিল, বড়লেখা প্রতিনিধি
প্রত্যেকটা প্রবাসী এক একটা মোমবাতির মত, মোমবাতি যেমন নিজে জলে অন্যকে আলোকিত করার করার জন্য, ঠিক তেমনি প্রবাসীরা ও নিজে জলে অন্যকে আলোকিত করে থাকে। সেই প্রবাসীদের নিয়ে গঠিত শিক্ষা ও মানব সেবায় নিয়োজিত একটি সংগঠন কুতুবআলী এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের পক্ষ থেকে বন্যা কবলিত মানুষের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৭ জুন) সকাল ১০ ঘটিকা হইতে বিকেল ৫ ঘটিকা পর্যন্ত বড়লেখা উপজেলার বন্যা কবলিত আজিমগন্জ সুজানগর ইউনিয়নের ১০ ঘরি, খলারতলিপার, পাঠনা সহ আশ-পাশ কিছু গ্রামে নগদ অর্থ বিতরণ করা সম্পূর্ণ হয়েছে।
এ সময় শুকনা খাবার হিসেবে কোমলমতি শিশুদের মধ্যে ডাই কেক বিতরণ করা হয়েছে।
এ, সময় উপস্থিত ছিলেন, কুতুবআলী এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি নুরুল ইসলাম, কুতুবআলী একাডেমির ১ম ক্যাম্পাসের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন, সহকারী শিক্ষক আশরাফুল ইসলাম, কুতুবআলী একাডেমির ২য় ক্যাম্পাসের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, সহকারী শিক্ষক শাহরিয়ার শাকিল, সহকারি শিক্ষক মিজানুর রহমান নয়ন সহ উপস্থিত ছিলেন নিজ দিগিরপার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ময়নুল ইসলাম।