সিলেট প্রতিনিধিঃ
সিলেটে ভূমিকম্প অনুভূত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ৯টা ৫৬ মিনিট ২৯ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়।
তবে এতে সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির তথ্য জানা যায়নি।
সিলেট আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ভারতের মেঘালয় রাজ্যে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ৩।
ঢাকা থেকে উত্তর–পূর্ব দিকে উৎপত্তিস্থলের এর দূরত্ব ছিল ২০৩ কিলোমিটার।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়া সহকারী শ্রীনিবাস দেবনাথ এর তথ্য মতে, ভূমিকম্পটি ক্যাটাগরি ‘লাইট’ বা মৃদু ছিল।
এদিকে ভূমিকম্প অনুভূত হলেও সিলেটের কোথাও কোনো ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কর্মকর্তারা।