বড়লেখায় কুতুবআলী একাডেমির বার্ষিক পরীক্ষার পুরষ্কার বিতরণ
শাহরিয়ার শাকিল, বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি
স্বপ্ন সাহস নিয়ে আগামীর পথ চলো,
জ্ঞানের আলোয় গড়বে জগৎ উচ্চ কন্ঠে বলো। এই স্লোগান কে সামনে রেখে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার সুনামধন্য বিদ্যাপীঠ কুতুবআলী একাডেমির মূলক্যাম্পাসে ২০২২ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা ও ১ম, ২য়, ৩য় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের মাঝে পুরষ্কার বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে (২২ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল সাড়ে ১১ ঘটিকার সময় কুতুবআলী একাডেমির হলরুমে বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহরিয়ার শাকিল এর সঞ্চালনায় ৪র্থ শ্রেণির শিক্ষার্থী হুসাইন আলীর ক্বোরআন তিলাওয়াত এর মধ্যে দিয়ে অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুতুবআলী একাডেমির প্রতিষ্ঠা চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম,
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুতুবআলী একাডেমির প্রধান শিক্ষক ইকবাল হোসেন, সহকারী শিক্ষক মিজানুর রহমান নয়ন। অভিভাবকদের মধ্যে থেকে বক্তব্য রাখেন আবুল হোসেন,মাওঃ আব্দুল মতিন, আব্দুল মন্নান প্রমুখ।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষীকা ইমা আক্তার, পান্না বেগম, ফাতিমা বেগম, ইমা বেগম,খালেদা বেগম সহ উপস্থিত ছিলেন কোমলমতি শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দগন।
উল্লেখ্যঃ প্রতিবছরের ন্যায় এই বৎসরেও কুতুবআলী একাডেমির ২০২২ সালের বার্ষিক পরীক্ষার ফলাফল ঘোষনা করা হয়েছে।
প্লে গ্রুপে ১ম স্থান অর্জন করেছেন আব্দুল কাদির, ২য় স্থানঃ জাকারিয়া সাফওয়ান,৩য় স্থানঃ তাছনিম রহমান তাহা,
স্ট্যাঃ নার্সারীঃ ১ম স্থানঃ খাদিজা ইসলাম, ২য় স্থানঃ কাসফিয়া মীম,৩য় স্থানঃ সুমাইয়া জান্নাত।
স্ট্যাঃ ওয়ানঃ ১ম স্থান – নুসরাত জান্নাত, ২য় স্থানঃ তাহমিদ হাসান, ৩য় স্থানঃ তালহা মাহমুদ।
স্ট্যাঃ টুঃ- ১ম স্থান আরিয়ান ওয়াহিদ,২য় স্থান ওয়াহিদ্দুজ্জামান ওহী, ৩য় স্থানঃ মুসা আতিক।
স্ট্যাঃ থ্রীঃ- ১ম স্থান – নাঈমা জান্নাত, ২য় স্থান খাদিজা জান্নাত,৩য় স্থানঃ ছাবিনা জান্নাত।
স্ট্যাঃ ফোরঃ- ১মঃ আরিফুল ইসলাম, ২য়ঃ নাহিদ হোসেন রিফাত,৩য়ঃ নাঈমা সিদ্দিকা।
স্ট্যাঃ ফাইভঃ- ১মঃ জাফরান ওয়াহিদ, ২য় সাদমান সাকিব আবির,৩য় ফারহান ওয়াদুদ নাবিল।
স্ট্যাঃ সিক্সঃ ১ম রাহাত জামান রাহি,২য় আবিদুর রহমান, ৩য় তাওহীদ হোসেন।