নিজস্ব প্রতিবেদকঃ
জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক মিফতাহ্ সিদ্দিকী বলেছেন, দেশের জনগণের ন্যায্য অধিকার প্রতিষ্ঠা এবং গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য ৩১ দফা বাস্তবায়ন, নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ, আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, দ্রুত জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা এবং ফ্যাসিবাদের ষড়যন্ত্র মোকাবিলা করা এখন সময়ের দাবি।
শনিবার দুপুরে মৌলভীবাজার জেলায় আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, দেশের মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন এবং ন্যায্য অধিকার প্রতিষ্ঠার জন্য আমাদের ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন জরুরি। এই দফাগুলো জনগণের কল্যাণে প্রণীত হয়েছে, যা সরকারকে অবশ্যই গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে। বর্তমানে বাজারে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সাধারণ মানুষের জীবনযাত্রাকে কঠিন করে তুলেছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের লাগামহীন মূল্যবৃদ্ধির ফলে নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির মানুষ দারুণ কষ্টে দিনযাপন করছে। তাই অবিলম্বে সরকারকে বাজার নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নিতে হবে। দেশের সাম্প্রতিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন। সন্ত্রাস, মাদক ও দুর্নীতির ভয়াবহ চিত্র আজ দেশবাসী দেখছে। নিরাপত্তাহীনতা বাড়ছে, অপরাধীদের দৌরাত্ম্য বৃদ্ধি পেয়েছে। সুশাসন ও আইনের শাসন প্রতিষ্ঠা করতে হলে এই সমস্যাগুলো সমাধান করতে হবে।
তিনি আরও বলেন, গণতন্ত্র রক্ষার স্বার্থে দ্রুত একটি গ্রহণযোগ্য ও নিরপেক্ষ জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা প্রয়োজন। জনগণের ভোটাধিকার নিশ্চিত করতে নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকার অধীনে অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হতে হবে। দেশে ফ্যাসিবাদী শক্তি গণতন্ত্রকে ধ্বংস করার ষড়যন্ত্র করছে। জনগণকে ঐক্যবদ্ধ হয়ে এই ষড়যন্ত্র প্রতিহত করতে হবে। আমরা গণতন্ত্র ও স্বাধীনতা রক্ষায় রাজপথে আছি এবং থাকব।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জিএমএ মুক্তাদির রাজুর সভাপতিত্ব্বে ও সদস্য সচিব আহমদ আহাদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, মতিন বক্স, স্বাগত কিশোর দাশ চৌধুরীসহ জেলা ও বিভিন্ন উপজেলা স্বেচ্ছাসেবক ও যুবদলের নেতৃবৃন্দ।