অরবিন্দ দেব, শ্রীমঙ্গল প্রতিনিধি :
এনটিভিতে প্রচারিত বাংলাদেশের সবচেয়ে বড় কমেডি শো মার্সেল নিবেদিত হাশো সিজন 6 এর ফার্স্ট রানার্স আপ হয়েছে শ্রীমঙ্গলের ছেলে পার্থ।
নভেম্বরে সিলেটের বিভাগীয় পর্যায়ে হাশো এর অডিশনে বিচারকদের মন জয় করে মূলপর্বে পৌঁছে যায় পার্থ।
ডিসেম্বর থেকে মূলপর্ব প্রচার শুরু হয় এনটিভিতে।
মূলপর্বে পার্থ তার পারফরমেন্সের দ্বারা বিচারকদের মন জয় করে পাশাপাশি পুরো দেশব্যাপী দর্শকদের ও মন জয় করে।
সে তার পারফরমেন্স শ্রমজীবী চরিত্র কেন্দ্রিক করতে থাকে ।
শ্রমজীবী চরিত্রের – নাপিত, মুচি, ফেরিওয়ালা, চা শ্রমিক, জেলে, কুলি, ঝাড়ুদার, মাঝি চরিত্রে দেখা যায় তাকে এনটিভির পর্দায়।
চা শ্রমিক চরিত্রটা শ্রীমঙ্গল ব্যাপী ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
তার প্রত্যেকটা চরিত্রের পারফরমেন্স গুলো এনটিভির ফেসবুক পেজ থেকে প্রচারিত হওয়ার পর সে লাখ লাখ মানুষের মন জয় করে।
বিচারক ও মানুষের মন জয় করে সর্বশেষ পৌঁছে যায় হাশো -এর গ্র্যান্ড ফিনালে তে।
20 মে অনুষ্ঠিত ফাইনালে সিলেট বিভাগের প্রথম ও একমাত্র প্রতিযোগী হিসেবে সে সিলেট বিভাগকে প্রতিনিধিত্ব করে।
ফাইনাল পর্বে সে মাঝি চরিত্র দিয়ে বিচারক ও উপস্থিত দর্শকদের মন জয় করে ।
সর্বশেষ বিচারকদের রায়ে হাশো সিজন 6 এর ফার্স্ট রানার্স আপ হয় পার্থ ।
ফাইনালে অতিথি বিচারক হিসেবে উপস্থিত ছিলেন কার্টুনিস্ট আহসান হাবিব ও লেখক ইমদাদুল হক মিলন। এছাড়া ও চলচ্চিত্র অভিনেতা সিয়াম ও অভিনেত্রী বুবলী ছিলেন। পুরো সিজন জুড়ে মূল বিচারক ছিলেন তমা মির্জা ও আমিন খান ।
সবশেষে অতিথিরা পার্থ দেব এর হাতে তিন লক্ষ টাকার চেক ও ক্রেস্ট তুলে দেন।