ডেস্ক রিপোর্টঃঃ
স্ত্রীকে হত্যার পর দেহ টুকরো টুকরো প্রেশার কুকারে রান্না করার অভিযোগ উঠেছে গুরু মূর্তি নামে ভারতের এক সাবেক সেনা সদস্যের বিরুদ্ধে। স্ত্রীকে হত্যার পর মরদেহ গুম করতেই পৈশাচিক এই কাণ্ড ঘটিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।
জানা গেছে, গত ১৬ জানুয়ারি ভেঙ্কটা মাধবী নিখোঁজ হয়। পুলিশ তদন্ত শুরু করার পর তারা তার স্বামীকে সন্দেহ করে। একপর্যায়ে জিজ্ঞাসাবাদে গুরু মূর্তি তার অপরাধের কথা স্বীকার করেন।
পুলিশ বলছে, স্ত্রীকে হত্যার পর গুরু মূর্তি মরদেহ বাথরুমে নিয়ে টুকরো টুকরো করে কাটেন। এরপর সেগুলো প্রেসার কুকারে সেদ্ধ করেন। পরে হাড়গুলোকে আলাদা করে মানদিস্তা দিয়ে সেগুলো গুঁড়ো করার পর আবারও সেদ্ধ করেন। এভাবে তিন দিন ধরে একাধিকবার মাংস এবং হাড় সেদ্ধ করার পর সেগুলো প্যাকেটে করে স্থানীয় একটি লেকে ফেলে দেন।
গুরু মূর্তি ভারতের একজন সাবেক সৈনিক। বর্তমানে তিনি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনে (ডিআরডিও) নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত।
গুরু মূর্তি ও ভেঙ্কটা মাধবী দম্পতির একটি ছেলে ও মেয়ে রয়েছে। এই দম্পতির মধ্যে প্রায়ই ঝগড়া হতো বলে জানিয়েছেন স্বজনরা। তবে কেন এবং কীভাবে এ হত্যাকাণ্ড ঘটেছে তা তদন্ত করে দেখছে পুলিশ।