ডেস্ক রিপোর্টঃঃ
সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও শাল্লা উপজেলা পরিষদের সাবেক দুইবারের নির্বাচিত চেয়ারম্যান এড. অবনী মোহন দাসকে গ্রেফতার করেছে শাল্লা থানার পুলিশ। গতকাল সোমবার বিকেল ৩ টায় উনার নিজ রাজনৈতিক কার্যালয় থেকে গ্রেফতার হয়।
পুলিশ সুত্রে জানা যায় গত জুলাই আগস্টে ছাত্রদের উপর হামলা ও নির্যাতনের অভিযোগে সুনামগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করা হয়। এই মামলায় অবনী দাসকে গ্রেফতার করা হয়েছে।
শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে জানান, ‘গেল ৪ঠা আগস্ট জেলা শহরের পুরাতন বাসস্টেশনে বৈষম্যবিরোধী ছাত্রজনতার মিছিলে ছাত্র-জনতা ও পুলিশের ওপর আওয়ামী লীগের নেতাকর্মীদের হামলার ঘটনায় গুলিবিদ্ধ হয়ে আহত হন দোয়ারা বাজারের জহুর আলী।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় গত ২রা সেপ্টেম্বর জহুর আলীর সহোদর হাফিজ আহমদ ৯৯ জনের নামে ও অজ্ঞাতসহ ২শ’ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় অবনী মোহন দাসকে গ্রেফতার করা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘এ ঘটনায় গত ২ সেপ্টেম্বর জহুর আলীর সহোদর হাফিজ আহমদ ৯৯ জনের নামে ও অজ্ঞাতসহ ২শ’ জনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় অবনী মোহন দাসকে গ্রেপ্তার করা হয়েছে।’