সুনামগঞ্জের জামালগঞ্জে চাঁদাবাজির মামলায় যুবলীগ নেতা গ্রেফতার

 

ডেস্ক রিপোর্টঃঃ

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় জলমহালে চাঁদাবাজির মামলায় এক যুবলীগ নেতাকে গ্রেফতার করেছে জামালগঞ্জ থানা পুলিশ।
গত সোমবার (২৩শে ডিসেম্বর) রাত সাড়ে ৩টায় উপজেলার ডিলারপট্টির তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত উপজেলা যুবলীগ নেতা আল সুফি রাসেল (৪৩) জামালগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা ও এই মামলার ১ নং আসামী আব্দুর রাজ্জাকের ছেলে।

মামলা সূত্রে জানাযায়, জামালগঞ্জ উপজেলার ফেনারবাঁক ইউনিয়নের বৌলাই নদী জামালগঞ্জ অংশ উন্মুক্ত (শরীফপুর দক্ষিণ মাথা থেকে জামালগঞ্জ উপজেলার শেষ সীমানা পর্যন্ত) ১৪৩১ বাংলা সনের জন্য সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় রাজস্ব শাখার ১৫/১০/২০২৪ তারিখের ৪৪৭/৩২৩/৩৭৯/০৫.৪৬.৯০০০.০০৮.৩৪.০৪২.২০২৩.-১৬০১, নম্বর স্মারকে টোকেন ফি’র মাধ্যমে মৎস্য আহরণের অনুমতি পান কামধরপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে মতিউর রহমানের মৎস্যজীবি সমিতি। পরে ওই সমিতির লোকজন মৎস্য অভয়াশ্রম থেকে মাছ আহরণ শুরু করলে গ্রেফতারকৃত রাসেলসহ আরো অন্যান্য আসামী একাধিকবার অবৈধভাবে জলমহালে অনুপ্রবেশ করে দশ লক্ষ টাকা চাঁদা দাবি করেন।

পরবর্তীতে বিভিন্ন গন্যমান্য ব্যক্তিদের জানানো হলে বিবাদীগন ক্ষিপ্ত হয়ে ১৫ ডিসেম্বর দলবল নিয়ে বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে জলমহালে প্রবেশ করে আনুমানিক প্রায় ৫ লক্ষ টাকার মাছ ক্ষয়ক্ষতিসহ দেড় লক্ষ টাকার মালামাল নষ্ট করে বিলে থাকা মৎস্যজীবিদেরকে বেধরক মারপিট করেন।

ঘটনার পরদিন গত ১৬ই ডিসেম্বর ১৮ জনের নাম উল্লেখ করে ও ১০/১২ জনকে অজ্ঞাতনামা আসামী করে জামালগঞ্জ থানায় বাদী হয়ে একটি মামলা দায়ের করেন কামধরপুর গ্রামের আব্দুল মালেকের ছেলে মতিউর রহমান।

এব্যাপারে জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ শ. ম কামাল হোসেইন জানান, এ মামলার ৭নং আসামী মো. জুয়েল (২৫) ও ৫ নং আসামী আল সুফী রাসেলকে (৪৩) ইতোমধ্যে গ্রেফতার করা হয়েছে। অন্য আসামীদেরকেও গ্রেফতারের চেষ্টা চালছে।

এমামলার অন্যান্য আসামীরা হলেন, ১, মোঃ আব্দুর রাজ্জাক (৬৫) ২, মোঃ জমির আলী (৫২) ৩, মোঃ আমির আলী (৪৫) ৪, আল রফিক হিমেল (৩৮) ৬, আল আফাজ জুয়েল (৩৬), ৮, আশক মিয়া (৪৫) ৯, নয়ন মিয়া (৪০), ১০,

রাষ্টু মিয়া (৪২) ১১, মোঃ কবির হোসেন (২২) ১২, আওয়াল মিয়া (৩২) ১৩, রাসেল মিয়া (৩০) ১৪ রহিম মিয়া (২৫)

১৫- জসিম উদ্দিন (২০) ১৬, বিল্লাল মিয়া (৪৫) ১৭ জামাল মিয়া (৪০) ১৮। শামছুল হক (৪০) সহ অজ্ঞাতনামা আরো ১০/১২ জন।