সীমান্তে আটকের ২৪ ঘণ্টা পর সাবেক সেনা কর্মকর্তাকে ফেরত দিল বিএসএফ

 

ডেস্ক রিপোর্টঃঃ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী সীমান্তে অনুপ্রবেশের দায়ে আটকের ২৪ ঘণ্টা পর সাবেক সেনা কর্মকর্তা শেখ আলিমুর রহমানকে (৪৫) ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। গতকাল বুধবার বিকেল সাড়ে ৫টা থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত বিজিবি ও বিএসএফের মধ্যকার পতাকা বৈঠক শেষে তাঁকে ফেরত দেওয়া হয়।

শেখ আলিমুর রহমানকে ফেরত দেওয়ার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজীর আহমেদ।

পতাকা বৈঠকে ঠাকুরগাঁও ৫০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিম আহমেদ এবং বিএসএফ সিও কমান্ড্যান্ট জি পামেই উপস্থিত ছিলেন।

 

সাবেক সেনা কর্মকর্তা শেখ আলিমুর রহমান খুলনা জেলার বাসিন্দা। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ৫৭ কোর্সের লেফটেন্যান্ট পদে কর্মরত থাকা অবস্থায় অবসর নেন।

গতকাল মঙ্গলবার সন্ধ্যায় বালিয়াডাঙ্গী উপজেলার আমজানখোর ইউনিয়নের বেউরঝাড়ী সীমান্তের ৩৮০ মেইন পিলার থেকে আনুমানিক ৩০০ গজ ভারতের অভ্যন্তরে অনুপ্রবেশ করলে বড় বিল্লা বিএসএফ ক্যাম্পের সদস্যরা শেখ আলিমুর রহমানকে ধরে নিয়ে যান। পরে তাঁকে ভারতের গোয়ালপুকুর থানা-পুলিশের হেফাজতে রাখা হয়।

বেউরঝাড়ী বিওপি ক্যাম্প থেকে গণমাধ্যমে জানানো হয়েছে, সাবেক সেনা কর্মকর্তা শেখ আলিমুর রহমান শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়েছেন। তাঁকে বিজিবির তত্ত্বাবধানে চিকিৎসা দেওয়া হবে।