সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিক আটক

 

ডেস্ক রিপোর্টঃঃ

 

অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে সিলেট সীমান্তে দুই ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলদেশ (বিজিবি)। গতকাল বুধবার (১লা জানুয়ারি) সিলেট ও সুনামগঞ্জের সীমান্তবর্তী এলাকা থেকে তাদের আটক করা হয়।

বুধবার সন্ধ্যায় সিলেট ব্যাটালিয়নের (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হাফিজুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আটকরা হলেন, মেঘালয়ের ইস্ট খাসিয়া হিল জেলার পানিয়াসাল থানার ওয়ামলিংক গ্রামের মৃত কয়াইতের ছেলে ব্লোমিং স্টার (৩২) ও একই জেলার বার্মন টিলা গ্রামের মৃত গোমারুর ছেলে লোকাস (৫৫)।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বুধবার সিলেটের গোয়াইনঘাট সীমান্তের দমদমিয়া বিওপির সীমান্ত পিলার ১২৬০/৪-এস হতে ৫০০ গজের ভেতরে অবৈধভাবে অনুপ্রবেশের দায়ে ব্লোমিং স্টারকে আটক করা হয়।

 

অন্যদিকে পৃথক অভিযানে সুনামগঞ্জের সীমান্তবর্তী বাংলাবাজার বিওপির ১২৩৬নং পিলারের কলাউরা এলাকা ৮০০ গজের ভেতর থেকে লোকাস (৫৫) নামে আরও একজনকে আটক করা হয়।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, আটককৃত দুই ভারতীয় নাগরিকদের থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান আছে।