সিলেটে পুলিশের জালে গাঁজাসহ যুবক আটক

 

ডেস্ক রিপোর্টঃঃ

সিলেটের দক্ষিণ সুরমায় গাঁজাসহ মো. রুহুল আমিন (২৪) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার (৩রা জানুয়ারি) দুপুরে মহানগরের হুমায়ুন রশীদ চত্বর এলাকায় একটি বাস কাউন্টার থেকে তাকে গ্রেফতার করা হয়।

 

গ্রেফতারকৃত রুহুল ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয় নগর থানার নলগড়িয়া গ্রামের জাহের মিয়ার ছেলে।

সিলেট মহানগর পুলিশ (এসএমপি) এক বিজ্ঞপ্তিতে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল শুক্রবার দুপুরে হুমায়ুন রশীদ চত্বর এলাকায় একটি বাস কাউন্টারে অভিযান চালানো হয়।

 

এসময় রুহুল আমিনের সাথে থাকা একটি ব্যাগ থেকে স্কচটেপ দ্বারা মোড়ানো ১ প্যাকেট গাঁজা জব্দ করা হয়। যার ওজন ৬ কেজি। জব্দকৃত গাঁজার আনুমানিক মূল্য দেড় লাখ টাকা।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম সিলেটভিউকে বলেন, এ ব্যাপারে পুলিশ বাদি হয়ে মামলা দায়ের করেছে।

 

পরে শুক্রবার বিকেলে গ্রেফতারকৃত রুহুলকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।