সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন’র প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সিলেট বিভাগীয় কমিটির উদ্যেগে আজ শনিবার সন্ধা ৭ ঘটিকায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে এক সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন সিলেট বিভাগীয় কমিটির সভাপতি আব্দুল মুক্তাদীর এর সভাপতিত্বে ও শাহান আহমদ নাজু এর পরিচালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন— সিলেট ইবনেসিনা হাসপাতালের চেয়ারম্যান ও সিলেট জেলা জামায়াতে আমীর মাওলানা হাবিবুর রহমান। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন— সাংবাদিকরা জাতির বিবেক, সাংবাদিকরাই পারে এ দেশের সঠিক দিক নির্দেশনা তুলে ধরতে। তবে সাংবাদিকদের মাঝে বৈষম্য দূর করতে হবে। সঠিক সমাজকে এগিয়ে নিয়ে যেতে হলে তা কলম সৈনিকরাই পারে সঠিক ইতিহাস তুলে ধরতে। তবে দেশের আজ ক্রান্তিলগ্নে ছাত্রজনতার আন্দোলনকে শক্তিশালী করে তুলতে ওই সাংবাদিকরাই অগ্রনী ভূমিকা রেখেছে। তাই আজ ছাত্র জনতার পাশাপাশি দেশ গঠনে সাংবাদিকরা আরও প্রগতিশীল হতে হবে। সভায় অনুষ্ঠানের প্রধান বক্তা সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি— এ. কে. এম. আজিজুল হক বলেন— সাংবাদিকরা ঐক্যবদ্ধভাবে কাজ করলে সমাজ ও জাতির সুফল বয়ে আনবে। তবে সঠিক সংবাদ প্রচার আমাদের সকলের দায়িত্ব। সাংবাদিকরাই পারে একটি দেশকে বিদ্রোহ করে তুলতে। আবার সাংবাদিকরাই পারে একটি দেশকে বিদ্রোহ মুক্ত করতে। ফলে আমাদের প্রয়োজন সঠিক তথ্য জেনে সংবাদ প্রচার করা। তবে সাংবাদিকদের পাশে আমরা সব সময় আছি এবং থাকব। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির সহ— সভাপতি ও ঢাকা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক— মোঃ মুসলে উদ্দিন বাচ্চু, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ও ঢাকা প্রেস ক্লাবের আজীবন সদস্য— মনির হোসেন চৌধুরী, বিশিষ্ট সাংবাদিক ও কলামিস্ট— আফতাব চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও বিশিষ্ট সমাজসেবক মাওলানা মুফতি মোঃ আব্দুর রহমান চৌধুরী, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ও সিলেট বিভাগ গণদাবী ফোরামের ভারপ্রাপ্ত সভাপতি— চৌধুরী আতাউর রহমান আজাদ, সোসাইটি অব জাতীয় গণমাধ্যম কমিশন কেন্দ্রীয় কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক— কামাল খান, বিশিষ্ট সমাজসেবক ডাঃ খলিলুর রহমান, বিশিষ্ট ব্যবসায়ী ও সিলেট মহানগর বিএনপির সহ— সভাপতি— হাজী মোঃ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী এইচ বি গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর— মোঃ রেজাউল করিম হিরণ, মানবাধিকার তথ্য পর্যবেক্ষণ সোসাইটির সিলেট জেলা সভাপতি— তোফায়েল আহমদ। এছাড়াও উপস্থিত ছিলেন— সংগঠনের সহ— সভাপতি আজিজুল হক, সহ— সাধারণ সম্পাদক মহিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন খান, সাপ্তাহিক হলি সিলেট এর নির্বাহী সম্পাদক ও বাংলাদেশ প্রতিক্ষণ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক জহুরুল ইসলাম, শাহাদাৎ হোসেন চৌধুরী, শহীদ আহমদ খান, এম ইজাজুল হক ইজাজ, সোয়েব আহমদ, মুন্নি খানম, সামাদ আহমদ প্রমুখ।