সিলেটে গরুর চামড়ার দাম কম, আগ্রহ নেই ছাগলের চামড়ায়

নিজস্ব প্রতিবেদক

ঈদুল আজহার দিন রোববার সকালে বড় আকারের গরুর চামড়া ৩৫০ ও ছোট গরুর চামড়া ১০০ টাকায় বিক্রি হয়েছে। তবে দাম বিকেলের পর থেকে বড়–ছোট সব ধরনের গরুর চামড়া ১০০ টাকা দামে বিক্রি হয়েছে।

এদিকে ছাগলের চামড়ার চাহিদা ছিল না ব্যবসায়ীদের কাছে। অনেকে নামমাত্র মূল্যে ছাগলের চামড়া কিনেছেন। আবার কেউ কেউ গরুর চামড়ার সঙ্গে বিনা মূল্যে ছাগলের চামড়া দিয়েছেন।

বাণিজ্য মন্ত্রণালয় থেকে চামড়ার মূল্য নির্ধারণ করা হলেও সিলেটে নির্ধারিত মূল্যে চামড়া বেচাকেনা হয়নি। বিক্রি হয়েছে পিস হিসেবে।

একজন বলেন সকালে কোরবানি দেওয়ার পর কেউ চামড়া কিনতে আসেননি। পরে দুপুরের দিকে এতিমখানার শিক্ষার্থীদের গরুর চামড়া বিনা মূল্যে দিয়ে দিয়েছেন।

সম্প্রতি বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠকে ঢাকায় লবণযুক্ত চামড়া প্রতি বর্গফুট ৪৭ থেকে ৫২ টাকা, ঢাকার বাইরে ৪০ থেকে ৪৪ টাকা; সারা দেশে লবণযুক্ত খাসির চামড়ার প্রতি বর্গফুট ১৮ থেকে ২০ টাকা এবং ছাগলের চামড়ার দর প্রতি বর্গফুট ১২ থেকে ১৪ টাকা নির্ধারণ করা হয়। তবে সিলেটে এ দাম অনুসরণ করা হয়নি।