ডেস্ক রিপোর্টঃঃ
সিলেট মহানগরের কয়েকটি এলাকায় আজ মঙ্গলবার (৭ জানুয়ারি) বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। জরুরী কাজের জন্য ১৪ এলাকায় ৮ ঘন্টা বিদ্যু বন্ধের বিষয়টি বিজ্ঞপ্তিতে জানিয়েছে কর্তৃপক্ষ।
গতকাল সোমবার সিলেটের বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর প্রকৌশলী শামস-ই-আরেফিন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ৮ ঘন্টা ১১ কেভি বালুচর ফিডারের আওতাধীন মহানগরের বালুচর, শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ, আলুরতল, কৃষি ভার্সিটি, গোপালটিলা,
নতুন বাজার, উত্তর বালুচর, আল- ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, দলদলি চা বাগান, ফোকাস, টিলাগড় এবং আশে-পাশের এলাকাসমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার জন্য বিজ্ঞপ্তিতে দুঃখ প্রকাশ করেছে বিদ্যুৎ বিভাগ।