ডেস্ক রিপোর্টঃঃ
সিলেটে অসহায় হতদরিদ্রদের মধ্যে চার টাকায় ইফতার সামগ্রী বিতরণ করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ক্লিন সিটি’। শুক্রবার (৭ মার্চ) নগরীর রিকাবীবাজার পয়েন্টে টানা পঞ্চমবারের মতো দুই শতাধিক মানুষের মধ্যে এসব ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় আখনি, পেঁয়াজু, ছোলা, আলুর চপ, খেজুর ও পানিসহ ১২০ টাকা মূল্যের প্যাকেজটি মাত্র চার টাকায় বিতরণ করা হয়। অসহায় ও অসচ্ছল রোজাদাররা যেন দানের ইফতার মনে না করেন, সেজন্য ন্যূনতম দাম হিসেবে চার টাকা নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
শুক্রবার বিকেল পাঁচটায় নগরীর রিকাবীবাজার পয়েন্টে ক্লিন সিটির সভাপতি নাজিব আহমদ ও সাধারণ সম্পাদক আব্দুল লতিফের সঞ্চালনায় ইফতার সামগ্রী বিতরণকালে প্রধান অতিথি ছিলেন রোটারি ক্লাব অব
সিলেট মিডটাউনের প্রেসিডেন্ট সেলীনা চৌধুরী ও সেক্রেটারি রোটারিয়ান মিয়া মো. রুস্তুম।
প্রধান অতিথির বক্তব্যে রোটারিয়ান সেলীনা চৌধুরী বলেন, ক্লিন সিটি অনেক ভালো ভালো কাজ করছে। সিলেট নগরী পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পাশাপাশি হতদরিদ্র মানুষকে নিয়েও কাজ করছে। প্রতিবছর অসংখ্য মানুষকে মাত্র চার টাকায় ইফতার বিতরণ করছে। তাদের এই উদ্যোগে অনেক অসহায় মানুষ এক দিন হলেও উন্নত মানের ইফতার করতে পারছে।
ক্লিন সিটির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ বলেন, অসহায় মানুষ যাতে বিনামূল্যের ইফতার না ভাবে, সেজন্য তাদের কাছ থেকে চার টাকা দাম নিয়ে ইফতারের প্যাকেট দেওয়া হয়। প্রতি প্যাকেটের দাম ১২০ টাকা। প্রতি প্যাকেট ইফতারে আখনি, পেঁয়াজু, ছোলা, আলুর চপ, খেজুর ও পানি রয়েছে। একজন মানুষ অনায়াসে ইফতার করতে পারবে।
ক্লিন সিটির সভাপতি নাজিব আহমদ বলেন, প্রতিবছরই সংগঠনের পক্ষ থেকে এরকম আয়োজন করা হয়ে থাকে। রমজান মাসের চার শুক্রবার এভাবে অসহায় হতদরিদ্রদের ইফতার করানো হয়।