মোঃ ফায়েল খান, সন্দ্বীপ
‘শিক্ষার গুণগত মানোন্নয়ন’ শীর্ষক স্মারক বক্তৃতা এবং সন্দ্বীপ উপজেলার অবসরপ্রাপ্ত ১১ জন গুণী শিক্ষকের সংবর্ধনা অনুষ্ঠান ১৫ অক্টোবর ২০২২, শনিবার বিকেল ৪ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আবদুল খালেক মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার ব্যবস্থাপনায় সম্পন্ন উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পত্রিকাটির সম্পাদক ও প্রকাশক অধ্যক্ষ মুকতাদের আজাদ খান।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ভিসি অধ্যাপক ড. ইফতেখার উদ্দিন চৌধুরী।
প্রধান অতিথির বক্তব্যে তিনি শিক্ষার গুণগত মানোন্নয়নে গুরুত্বারোপ করে বলেন, শিক্ষকদের সম্মানিত করার মাধ্যমে শিক্ষার গুণগত মানোন্নয়ন আন্দোলন বহুদূর এগিয়ে নেয়া সম্ভব। শিক্ষার গুণগত মান এবং শিক্ষকের সম্মান একটি অপরটির অবিচ্ছেদ্য অংশ। শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীর সমন্বয়ে শিক্ষার গুণগত মানোন্নয়ন পুনরুদ্ধার সম্ভব। তিনি সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ পত্রিকার উদ্যোগে ‘শিক্ষার গুণগত মানোন্নয়নে’ মাঠ পর্যায়ে ৭টি কর্মসূচি চলমান থাকায় পত্রিকাটির সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
টেলিভিশন উপস্থাপিকা দিলরুবা খানম ছুটি’র সঞ্চালনায় অনুষ্ঠানে সংবর্ধিত অবসরপ্রাপ্ত ১১ জন শিক্ষককে ফুল দিয়ে বরণ করেন সাতকানিয়া উপজেলাধীন নলুয়া দ্বিজেন্দ্র লাল কারণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বপন চন্দ্র সাহা।
সংবর্ধিত গুণী শিক্ষকদের উত্তরীয় পরিয়ে দেন পত্রিকাটির বার্তা সম্পাদক কাজী জিয়া উদ্দিন সোহেল।
অনুষ্ঠানে অবসরপ্রাপ্ত ১১ জন গুণী শিক্ষক সকলেই শিক্ষকতা জীবনের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন।
মুহাম্মদ আলাউল নেওয়াজের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন হাজী আবদুল বাতেন সওদাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট মোঃ সলিমুল্লাহ, সন্দ্বীপ এসোসিয়েশন চট্টগ্রামের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মোশারফ হোসাইন, বিশিষ্ট চিকিৎসক কামরুল হাসান পনির, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য শোয়াইব উদ্দিন হায়দার, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক নুরুন নাহার, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্রের সভাপতি সোহেল মোঃ ফখরুদ্দিন, পত্রিকাটির ব্যবস্থাপনা সম্পাদক মোঃ রেজাউল করিম, ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, পটিয়া জিরি খলিল মীর আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবদুল হান্নান, সীতাকুণ্ড উপজেলার সমবায় কর্মকর্তা মোঃ আবদুল শহীদ ভূঞাঁ, সন্দ্বীপ নাগরিক সমাজ’র সমন্বয়ক মিজানুর রহমান বাবু, বাংলাদেশ ফিসারিজ ডেভেলপমেন্ট কর্পোরেশন কক্সবাজার শাখার সাবেক ম্যানেজার মোঃ এহসানুল হক, সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ মেধাবৃত্তি ব্যবস্থাপনা কমিটির সদস্য মাস্টার মাহফুজুর রহমান, দৈনিক আমার সংবাদ পত্রিকার সন্দ্বীপ প্রতিনিধি ইলিয়াছ সুমন, দৈনিক আজাদীর সাবেক সন্দ্বীপ প্রতিনিধি অপু ইব্রাহিম, শিক্ষানবিশ আইনজীবী সাইফুর রহমান খান প্রমুখ।
‘সাপ্তাহিক আলোকিত সন্দ্বীপ অবসরপ্রাপ্ত গুণী শিক্ষক সংবর্ধনা-২০২২’ এর জুরিবোর্ড কর্তৃক নির্বাচিত যে ১১ জন গুণী শিক্ষক সংবর্ধিত তাঁরা হলেন সাউথ সন্দ্বীপ হাই স্কুলের সাবেক শিক্ষক মোঃ আবুল কাসেম, জেবেন্নূর সুলতান উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক গৌরাঙ্গঁ চন্দ্র নন্দী, পাবলিক বহুমুখী উচ্চ বিদ্যালয়েল সাবেক প্রধান শিক্ষক আবদুল ওহাব, মগধরা স্কুল এন্ড কলেজের সাবেক প্রধান শিক্ষক মোঃ আব্দুল বাতেন, সাউথ সন্দ্বীপ হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক হারাধন চন্দ্র প্রসাদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ড. এম. শফিকুল আলম, হাটহাজারী ফতেয়াবাদ কলেজের সাবেক সহকারী অধ্যাপক আ.ম.ম. আব্দুর রহিম, মুস্তাফিজুর রহমান ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ রতন রঞ্জন নাথ, মধ্য সন্তোষপুর হাই স্কুলের সাবেক সহকারী প্রধান শিক্ষক লুৎফুল কবির, সন্দ্বীপ আইডিয়াল হাই স্কুলের সাবেক প্রধান শিক্ষক শেখ মোহাম্মদ সিরাজউদ্দৌলা ও কালাপানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রতন মানিক বসু।