শ্রীমঙ্গল হার্ট ফাউন্ডেশনে সেন্ট্রি সিকিউরিটি কোম্পানীর ৫ লাখ টাকা অনুদান

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গল কোম্পানী কর্তৃক হার্ট ফাউন্ডেশন শ্রীমঙ্গল শাখার অনুকূলে ৫ লাখ টাকার আর্থিক অনুদান দিয়েছে।

বুধবার (২৬ অক্টোবর) রাতে শহরের একটি হোটেলে অনুদান প্রদান উপলক্ষে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। হার্ট ফাউন্ডেশন শ্রীমঙ্গল শাখার উপদেষ্টা ডা. সাধন ঘোষের সভপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার -৪ আসনের সংসদস সদস্য উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।
এতে বিষেশ অতিথি ছিলেন, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানু লাল রায়, সেন্ট্রি সিকিউরিটি সার্ভিসেস লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক মো. হাসানুল ইসলাম, প্রফেসর রোটারিয়ান মাসুদ এ খাঁন পিএইচএফ, সেন্ট্রি সিকিউরিটি সার্ভিসেস এর চীফ অব অপারেশন মেজর অব. মো. আফতার উদ্দিন, হার্ট ফাউন্ডেশনের শ্রীমঙ্গল শাখার সাধারণ সম্পাদক ডা. হরিপদ রায়, বিশিষ্ট ব্যবসায়ী ছায়েদ আলী , ইয়াকুব আলীসহ বিভিন্ন গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে আব্দুস শহীদ এমপি হার্ট ফাউন্ডেশনকে আর্থিক অনুদানে এগিয়ে আসার জন্য সেন্ট্রি সিকিউরিটি সার্ভিস কোম্পানীর কর্মকর্তাদের ধন্যবাদ জানিয়ে বলেন, হৃদরোগের চিকিৎসা অত্যন্ত ব্যয়বহুল । দরিদ্র মানুষের পক্ষে এই রোগের চিকিৎসা ব্যয় মেটাতে হিমশিম খেতে হয়। হার্ট ফাউন্ডেশন থেকে সাধারণ মানুষ সহজে অল্প খরচে চিকিৎসা সুবিধা পাচ্ছেন। তিনি হার্ট ফাউন্ডেশনের সেবা কার্যক্রম গতিশীল করতে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *