শ্রীমঙ্গল রোভার স্কাউট’দের দুদিন ব্যাপী আইসিটি প্রশিক্ষণ

শ্রীমঙ্গল রোভার স্কাউট’দের দুদিন ব্যাপী আইসিটি প্রশিক্ষণ

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল(মৌলভীবাজার)।

শ্রীমঙ্গল সরকারি কলেজের অরাজনৈতিক সেবামূলক সংগঠন “রোভার স্কাউট গ্রুপের” সদস্যদের দক্ষ ও সুনাগরিক হিসেবে গড়ে তোলার লক্ষ্যে দুদিন ব্যাপী আইসিটি প্রশিক্ষণ সমাপ্ত হয়েছে। ।

গত ২৮ এপ্রিল প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর এ.বি.এম. মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পদার্থবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর মোঃ মুজিবুর রহমান।

অনুষ্ঠানের সভাপতিত্ব  করেন শ্রীমঙ্গল সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের গ্রুপ সম্পাদক ও রোভার স্কাউট লিডার(আর.এস.এল) সহযোগী অধ্যাপক বিজন চন্দ্র দেবনাথ।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজ গার্ল-ইন-রোভার ইউনিটের আর.এস.এল তাহমিনা আক্তার শিউলি (প্রভাষক উদ্ভিদবিজ্ঞান)। উদ্বোধনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্য থেকে বক্তব্য রাখেন রোভার সৈয়দ আরমান জামি এবং রোভার জায়েদ মিয়া(এস.আর.এম)।

প্রশিক্ষকের দায়িত্ব পালনকারী রোভার মোঃ তাহিদুল ইসলাম। প্রশিক্ষণে তিনি সাইবার বুলিং ও সেভ ফ্রম হার্ম ইত্যাদি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব আরোপ করেন।