শ্রীমঙ্গল নটরডেম স্কুল এন্ড কলেজের দিনব্যাপী বিজ্ঞান মেলা

শ্রীমঙ্গল নটরডেম স্কুল এন্ড কলেজের দিনব্যাপী বিজ্ঞান মেলা

শ্রীমঙ্গল প্রতিনিধি:

শ্রীমঙ্গলে নতুন প্রজন্মের মাঝে বিজ্ঞান চেতনাকে আরও বেশি সমৃদ্ধ করতে নটরডেম স্কুল এন্ড কলেজে দিনব্যাপী বিজ্ঞান মেলার আয়োজন করা হয়েছে। মেলায় বিভিন্ন ধরনের ২৯টি দলীয় প্রজেক্ট নিয়ে শিক্ষার্থীরা দিচ্ছে মেধার পরিচয়।

বৃহস্পতিবার ( ২৬মে ) সকাল ১০ ঘটিকায় শহরের বারিধারা এলাকার নটরডেম স্কুল এন্ড কলেজের ক্যাম্পাসে এ মেলার আয়োজন করা হয়।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে নটডেম স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ফাদার প্লাসিড রোজারিও সিএসসির সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা দীলিপ কুমার বর্ধন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, ফাদার নিকোলাস বাড়ৈ, ফাদার মৃনাল ম্রং, কারিতাস ট্রেড স্কুলের প্রিন্সিপাল টেরেন্স পেরেরা প্রমুখ। পরে শিক্ষার্থীদের প্রদর্শনীগুলো ঘুরে দেখেন অতিথিরা।

মেলায় শিক্ষার্থীরা ‘পরিবেশ বান্ধব শহর প্রকল্প, ইট ভাটার প্রভাব, যানজট মুক্ত শহর,আইসিটি ও মডার্ন সিটি,উদ্ভিদের বিভিন্ন অংশ, সৌর জগৎ, বৃষ্টির পানি সংরক্ষণ ও সেচ প্রকল্প,পর্যটক কেন্দ্রীক আদর্শ শহর, পানি ও পেট্রল দিয়ে গ্যাস তৈরি, , পরিস্কার পরিচ্ছন্নতা, সুষম খাদ্য, স্বাস্থ্যকর খাবারের নমুনা, পরিস্কার পরিচ্ছন্নতা ইত্যাদি প্রদর্শনী তুলে ধরেছে।
দুপুরে ছিল শিক্ষার্থীদের দলীয় অংশগ্রহণে বিতর্ক প্রতিযোগিতা ও চিত্র প্রদর্শনী।
বিজ্ঞান মেলায় বিভিন্ন ধরনের ২৯টি দলীয় প্রজেক্ট নিয়ে শিক্ষার্থীরা দিচ্ছে মেধার পরিচয়।