শ্রীমঙ্গলে ২টি ইউনিয়নের ২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে দুটি ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের বার্ষিক বাজেট ঘোষণা করা হয়েছে।
রোববার (২৮ মে) দুপুরে উপজেলার ৬নং আশিদ্রোন ইউনিয়ন পরিষদের ২০২৩-২০২৪ অর্থ বছরের উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে। ইউনিয়ন পরিষদের সভা কক্ষে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রনেন্দ্র প্রসাদ বর্ধন জহর এর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের সচিব দীপক শর্মা ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষণা করেন। এসময় আশিদ্রোন ইউনিয়ন পরিষদের বিভিন্ন ওয়ার্ডের সদস্য ও মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন। ইউনিয়ন পরিষদের ২০২৩-২৪ অর্থ বছরের বাজেটে ১ কোটি ১৮ লক্ষ ৯৫ হাজার ৩১৮টাকা আয় নির্ধরণ করা হয়েছে। আর ব্যয় নির্ধারণ করা হয়েছে ১ কোটি ১৮ লক্ষ ৩৮ হাজার ১৬টাকা। এছাড়াও উপজেলার কালিঘাট ইউনিয়ন পরিষদের ২০২৩=২৪ অর্থ বছরের বাজেট ঘোষনা করা হয়েছে। কালীঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রানেশ গোয়ালার সভাপতিত্বে বাজেট ঘোষণা অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়। কালিঘাট ইউনিয়ন পরিষদের সচিব সঞ্জয় নায়েক ২০২৩-২৪ অর্থ বছরের বাজেট ঘোষনা করেন। আইডিয়া ওয়াশ প্রকল্পের সহযোগিতায় বাজেট অনুষ্টানে আইডিয়া ওয়াস প্রকল্পের ম্যানেজার পংকজ ঘোষ দস্তিদারসহ ইউনিয়ন পরিষদের সদস্য ও মহিলা সদস্যরা উপস্থিত ছিলেন। ২০২৩-২০২৪ অর্থ বছরে ইউনিয়ন পরিষদের আয় ১ কোটি ৫৩ লক্ষ ৬৫ হাজার ৫৬৮ টাকা ও ১ কোটি ৫৩ লক্ষ ৪৪ হাজার ৪৬৮ টাকা ব্যয় নির্ধারণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *