শ্রীমঙ্গলে হাইলহাওরে দেশীয় মাছের পোনা অবমুক্ত

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি:

শ্রীমঙ্গলের হাইলহাওরে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।আমিষের যোগান বৃদ্ধির লক্ষ্যে পোনা মাছ অবমুক্ত মুক্ত করা হয় বলে জানা গেছে।

রবিবার (৩ জুলাই) দুপুরে মির্জাপুর ইউনিয়নের হাইল হাওরের চিরুয়াডুবি বিলের অংশে ২০২১-২০২২ আর্থিক সালে ন্যাশনাল এগ্রিকালচার টেকনোলজি প্রোগ্রাম ফেজ।। প্রজেক্ট (এনএটিপি-২) (১ম সংশোধিত) প্রকল্পের আওতায় এসব দেশীয় জাতি মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মাছের পোনা অবমুক্ত করেন, শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান ভানুলাল রায়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজীব মাহমুদ মিঠুন এর সভাপতিত্বে
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ মিজানুর রহমান, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. ফারাজুল কবির, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ তরিকুল ইসলাম, প্রকল্প বাস্তবায়ন ইউনিট (এনএটিপি-২) প্রকল্প মৎস্য অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মকছেদুর রহমান, উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি আশিকুর রহমান আশিক প্রমুখ।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে চিতল মাছ ও মাগুর মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।