শ্রীমঙ্গলে সেচ্ছাসেবক দলের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন

নিজস্ব প্রতিবেদক

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে টানা ১৬ বছর পর আলোচনা সভা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল শ্রীমঙ্গল উপজেলা শাখা

সংগঠনের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (২০ আগস্ট) বিকেলে শ্রীমঙ্গল শহরের রাজমহল কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও র‍্যালি অনুষ্ঠিত হয়।

উপজেলা আহ্বায়ক মোঃ বেলাল আহমেদ এর সভাপতিত্বে ও সদস্যসচিব আব্দুল খালিক তালুকদার ও মিছলু আহমেদ তৈয়ব এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মোবাইলে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি জি.এম.এ. মুক্তাদির রাজু, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য মোঃ দুরুদ আহমেদ, জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক আহমেদ আহাদ।

এছাড়াও উপস্থিত ছিলেন, জেলা ছাত্রদলের সহ-সভাপতি মোবারক হোসেন লুপ্পা, সহ সাধারণ সম্পাদক আলী হোসেন, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায় আব্দুল মুহিত কদর, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোবারক হোসেন, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান তালুকদার, শ্রীমঙ্গল পৌর ছাত্রদলের আহ্বায়ক জাহিদ আহমেদ, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মনির আহমেদ, পৌর সেচ্ছাসেবক দল নেতা রুমেল খান, সদস্য সচিব জয়নাল আবেদীন, স্বেচ্ছাসেবক দল নেতা জহিরুল ইসলাম জিতু, সাগর আহমেদ, শ্রমিক নেতা খালেদা আহমেদসহ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ।

প্রসঙ্গত, শেখ হাসিনা সরকার ক্ষমতা থাকায় এ সংগঠটি উপজেলায় কোণঠাসা ছিল। মামলা-হামলার ভয়ে রাজপথে বা হলে কোনো সভা-সমাবেশ করতে পারেনি। ছাত্রজনতার গণঅভুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে উপজেলায় বিএনপিসহ তার অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা মাঠে তৎপর।