শ্রীমঙ্গলে মসলার মিলে অভিযান জরিমানা ও ভেজাল মালামাল জব্দ, অবৈধ ফুটপাত দখলমুক্ত

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

শ্রীমঙ্গলে মসলায় ভেজাল করা ও অবৈধ ফুটপাত দখলমুক্ত করতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা প্রশাসন।

শহরের সোনার বাংলা রোডের আঙ্গুর মিয়ার মসলার মিলে ভেজাল ও অবৈধ মসলা ভাঙানোর অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মিল মালিককে ১৫ হাজার টাকা জরিমানা ও প্রায় ৪১ হাজার টাকার ভেজাল মালামাল জব্দ করে নষ্ট করা হয়।

বৃহস্পতিবার (৯ মার্চ) শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। মসলায় ভেজাল করার কারণে জরিমানা ও ভেজাল সামগ্রী জব্দ করে নষ্ট করা হয়।

এসময় শহরের ষ্টেশন রোডের ফুটপাত দোকানদারদের অবৈধ দখলকৃত স্থান দখলমুক্ত করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার আলী রাজীব মাহমুদ মিঠুন।

জনস্বাস্থের জন্য হুমকি ও জনভোগান্তির বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানান। পাশাপাশি আসন্ন রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ রাখতে বাজার মনিটরিং এর ব্যবস্থা করা হয়েছে বলেও জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *