শ্রীমঙ্গলে ভালোবাসা দিবস উপলক্ষে ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ

শ্রীমঙ্গল প্রতিনিধি:

 

মৌলভীবাজার শ্রীমঙ্গলে ভালোবাসা দিবস উপলক্ষে ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ করেছে সেচ্ছাসেবী সংগঠন রক্তদান সমাজকল্যাণ সংস্থা।

মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে সেচ্ছাসেবী সংগঠন রক্তদান সমাজকল্যান সংস্থার উদ্যোগে ৩০০জন ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশনের প্লাটফর্মে ছিন্নমূল মানুষের মধ্যে খাবার বিতরণ অনুষ্টানে সভাপতিত্ব করেন শ্রীমঙ্গল রক্তদান সমাজ কল্যাণ সংস্থার সভাপতি মো. আজহারুল ইসলাম। সংগঠনের সাধারণ সম্পাদক মো: মুজাহিদুল ইসলামের পরিচালনায় অনুষ্টানে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল পৌরসভার (প্যানেল মেয়র) কাউন্সিলর মীর এম এ সালাম, সংগঠনের উপদেষ্টা ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মামুন আহম্মেদ, সংগঠনের ,প্রতিষ্ঠাতা পরিচালক মো: ইমরান হোসেন, ডাক্তার অব্দুল্লা আল মামুন, মিছবাহ উদ্দিন জুবায়ের প্রমূখ।

শ্রীমঙ্গল সেচ্ছাসেবী রক্তদান সমাজকল্যান সংস্থা সংগঠনটি ২০১৭ সাল থেকে এই রক্তদান সমাজকল্যাণ সংস্থা বিভিন্ন সামাজিক এবং মুমূর্ষু রোগীদের রক্ত দিয়ে আসছে। এ ছাড়াও সংগঠনটি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডে নিয়োজিত রয়েছে।

১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস উপলক্ষে ৩০০জন বিভিন্ন বয়সী ছিন্নমূল মানুষকে দুপুরের খাবার বিতরণের আয়োজন করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *