শ্রীমঙ্গলে বিনামূল্যে ‘শিক্ষাগুরু চক্ষু শিবির’ অনুষ্ঠিত 

শ্রীমঙ্গলে বিনামূল্যে ‘শিক্ষাগুরু চক্ষু শিবির’ অনুষ্ঠিত

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার):

শ্রীমঙ্গলের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে বিনামূল্যে শিক্ষাগুরু চক্ষু শিবির ২০২৫ অনুষ্ঠিত হয়। প্রায় পাচ শত রোগিকে বিনামূল্যে চশমা, ঔষধ, চিকিৎসা এবং অর্ধশত রোগীকে অপারেশনের ব্যবস্থা করা হয়।

বুধবার (১৪ মে) সেইভ শ্রীমঙ্গলের উদ্যোগে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বিনামূল্যে চক্ষু পরীক্ষা, রক্তের গ্রুপ নির্নয় ও ডায়াবেটিস পরীক্ষা। বিনামূল্যে চক্ষু পরীক্ষা এছাড়াও ঔষধ, চশমা ও অপারেশনের রোগীদের মৌলভীবাজার চক্ষু হাসপাতালে বিনামূল্যে অপারেশনের ব্যবস্থা করা হয়।

শ্রীমঙ্গলে আর্ত মানবতার সেবায় নিয়োজিত শ্রীমঙ্গল এসোসিয়েশন অব ভলান্টারি এফোর্ট(সেইভ) এর আয়োজনে, কানাডা ও ইংল্যান্ড প্রবাসী, শ্রীমঙ্গল ভিক্টোরিয়ানসদের আর্থিক সহযোগিতায় অনুষ্ঠিত চক্ষু শিবিরে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল।

ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক ও সেইভ শ্রীমঙ্গলের সভাপতি মোঃ মনসুর ইকবালের পরিচালনায় এবং লেখক ও শিক্ষাবিদ দ্বীপেন্দ্র ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল আনোয়ারুল উলুম ফাজিল মাদ্রাসার প্রাক্তন অধ্যক্ষ অত্র এলাকার প্রবীণ শিক্ষাবিদ মাওলানা মোঃ আব্দুন নুর (বড় হুজুর), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অয়ন চৌধুরী, শ্রীমঙ্গল থানা জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোঃ আব্দুল কুদ্দুস নিজামী, প্রাক্তন শিক্ষক বেনুধর ভট্টাচার্য। এছাড়াও ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্ররা উপস্থিত ছিল।