শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৫ জুলাই) রাতে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদারের নির্দেশে এসআই মো. রফিকুল ইসলাম, এসআই মিয়া নাসির উদ্দিন আহম্মদ ও এসআই মো. সিরাজুল ইসলামসহ পুলিশের পৃথক টিম অভিযান চালিয়ে ২ বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ ৫ আসামিকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃতরা হলেন, জিআর-২৬৯/২০১০ (শ্রীমঙ্গল) মামলায় ২ বছরের সাজা প্রাপ্ত আসামি উপজেলার আশিদ্রোন ইউনিয়নের তিতপুর গ্রামের এছাক মিয়ার পুত্র আলতাফুর রহমান, পুলিশ আইনের ৩৪ ধারায় মির্জাপুর ইউনিয়নের সুইলপুর গ্রামের নজির মিয়ার পুত্র মকবুল মিয়া, কুলাউড়া উপজেলার জয়চন্ডি ইউনিয়নের কামারকান্দি গ্রামের ফজল গাজীর পুত্র সুফিয়ান ওরফে সোবহান, ফৌজদারি কারাবিধি আইন ১৫১ ধারায় চট্রগ্রামের সন্ধীপ উপজেলার বেলায়েত হোসেন এর পুত্র জাফর উল্লাহ টিটু ও মৌলভীবাজার জেলার গিয়াসনগর ইউনিয়নের জব্বার আলীর পুত্র বর্তমানে শ্রীমঙ্গল শাহীবাগ এলাকার বাসিন্দা মো. শাকিল মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার জানান, গ্রেপ্তারকৃত ৫ আসামিকে রোববার সকালে মৌলবীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।