শ্রীমঙ্গলে পুলিশের অভিযানে চোরাই মালামাল ও নগদ টাকা উদ্ধার’ গ্রেফতার-২

শ্রীমঙ্গল প্রতিনিধিঃ

শ্রীমঙ্গলে অভিযান পরিচালনা করে চুরি হওয়া মালামাল, নগদ অর্থ উদ্ধার করা হয়েছে। এ সময় দুই যুবককে গ্রেফতার করেছে শ্রীমঙ্গল থানা পুলিশ।

থানা পুলিশ সূত্রে জানা গেছে গত ৬ আগস্ট সকালে শ্রীমঙ্গল শহরের হবিগঞ্জ রোডস্থ এয়ার স্টোর এন্ড বেকারী নামক একটি দোকানের চালের টিন কেটে চোর চক্রের সদস্যরা দোকানের ভিতর প্রবেশ করে দোকানের ক্যাশ থেকে নগদ ২৫ হাজার ৪২০ টাকা এবং প্রায় ৩ হাজার টাকা মূল্যের বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়।

এ ঘটনায় দোকানের মালিক রাহাত আহমেদ শ্রীমঙ্গল থানায় একটি চুরি মামলা দায়ের করেন। পরে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলামের নির্দেশে এসআই মো. আব্দুর রউফ চুরি হওয়া দোকান ও আশপাশের সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে ঘটনার সথে জড়িত মোজাম্মেল প্রকাশ মাসুদ মিয়া (১৯) এবং আব্দুল শামীম (১৯) নামে দুই যুবককে গ্রেফতার করেন।

পুলিশ আরো জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা উক্ত চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেন। পরে গ্রেফতারকৃতদের স্বীকারোক্তি ও দেখানো মতে শামীম এর হেফাজতে থাকা চুরি যাওয়া নগদ ২৫, ৪২০ টাকা উদ্ধার করা হয় এবং মোজাম্মেল প্রকাশ মাসুদ মিয়ার দেখানো মতে শ্রীমঙ্গল থানাধীন ফুলছড়া চা বাগান হইতে চুরি হওয়া অন্যান্য সকল মালামাল উদ্ধার করা হয়।