শ্রীমঙ্গল প্রতিনিধিও
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে নিরাপদ সড়ক চাই (নিসচা) উদ্যোগে হেলমেট বিতরণ করা হয়েছে।
শনিবার (২৯ জুলাই) কেন্দ্রীয় কমিটির কার্যকরি সদস্য ডা. হরিপদ রায়ের সৌজন্যে শ্রীমঙ্গল থানা কম্পাউন্ডের সামনে হেলমেট বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট চিকিৎসক ও নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার উপদেষ্টা ডা. হরিপদ রায়, শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আমিনুল ইসলাম, শ্রীমঙ্গল ব্যবসায়ী সমিতির সভাপতি মো. এ এস এম ইয়াহিয়া, এসআই মো. রফিকুল ইসলাম, ট্রাফিক সার্জেন্ট মো. আয়ুব, নিরাপদ সড়ক চাই শ্রীমঙ্গল উপজেলা শাখার উপদেষ্টা জহর তরফদার, নিরাপদ সড়ক চাই কেন্দ্রীয় কমিটির কার্যকরি সদস্য এম জামাল হোসেন মন্ডল, শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আমজাদ হোসেন রনি, সহ সভাপতি আব্দুল মতিন, মো. আমির হোসেন শেখ, সহ সাধারণ সম্পাদক মো. ফকরুল আহমেদ, প্রচার সম্পাদক মো. ইয়াছিন তালুকদার, দপ্তর সম্পাদক মো. দুলা মিয়া, যুব বিষয়ক সম্পাদক ইমন আহমদ ফাহিম, কার্যকরী সদস্য মো. আল আমিন প্রমূখ।