শ্রীমঙ্গলে নবনির্মিত সড়কের উদ্বোধন

শ্রীমঙ্গল প্রতিনিধি:

শ্রীমঙ্গলে নবনির্মিত সড়কের উদ্বোধন করা হয়েছে। বন্যা ও দুর্যোগে ক্ষতিগ্রস্ত পল্লী সড়ক অবকাঠামো পূর্ণবাসন প্রকল্প
(১ম সংশোধিত) প্রকল্পের আওতায় শ্রীমঙ্গল উপজেলাধীন ভুনবীর (আরএইচডি)- ধোবারহাট জিসি ভায়া মির্জাপুর ইউপি অফিস পর্যন্ত ৫৬০০মি: রাস্তার উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (২৫ মে) বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাস্তার উদ্বোধন করেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি’ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার আলী রাজিব মাহমুদ মিঠুনের সভাপতিত্বে ও ভুনবীর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুব্রত কুমার দেব এর সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ভানুলাল রায়।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিতি থেকে বক্তব্য দেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মিতালী দত্ত, শ্রীমঙ্গল
থানার অফিসার ইনচার্জ মো. জাহাঙ্গীর হোসেন সরদার, উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, ভুনবীর ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রশিদ তালুকদার, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক ছালিক আহমেদ।

এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা গেছে রাস্তাটি নির্মাণে ব্যয় করা হয়েছে ৫ কোটি ১৩ লক্ষ ৫২ হাজার ৯৯৮ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *