শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
শ্রীমঙ্গলে পৌরসভার ঝুকিপূর্ণ চাউলের মার্কেট ভেঙে ফেলা হয়েছে।
সোমবার (১৫ জুলাই) দুপুরে শহরের নতুন বাজারে চাউল,আলু ও ডিমের এ মার্কেটি এক্সকেভেটর দিয়ে মার্কেটি গুড়িয়ে দেয় পৌরসভা কর্তৃপক্ষ।
এসময় মার্কেটের ভেতর ১০৪ জন ব্যবসায়ী তাদের মালামাল সরিয়ে নিতে দেখা যায়।
পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো.জহিরুল ইসলাম জানান, পৌরসভার এই চাউল,আলু ও ডিম বাজারের মার্কেকটি ঝুঁকিপূর্ণ থাকায় জনগণের জানমালের নিরাপত্তার স্বার্থে জেলা কনডেম কমিটি এটাকে পরিত্যক্ত ঘোষণা করায় মার্কেটি ভেঙে ফেলা হয়েছে বলে জানান। তিনি আরও জানান এখানে নতুন করে আধুনিক মার্কেট নিমার্ণ করা হবে।
এই মার্কেটের একজন ডিম ব্যবসায়ী জানান, দীর্ঘ ৩০ বছর থেকে এখানে ব্যবসা করে আসছেন। ঝুঁকিপূর্ণ এই মার্কেটটি পৌরসভা থেকে কোন নোটিশ না দেয়ায় বিকল্প কোথায় ব্যবসা করবেন ভেবে পাচ্ছেন না বলে জানান। তবে পৌরসভা থেকে বিগত কয়েক বছর থেকে ঝুঁকিপূর্ণ এই মার্কেটটি ভেঙে ফেলার উদ্যোগ নেয়া হলেও স্থানীয় ব্যবসায়ীদের বাঁধার মুখে বার বার আটকে যায়।