শ্রীমঙ্গলে জামায়াতে ইসলামীর আয়োজনে ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ আমজাদ হোসেন বাচ্চু, শ্রীমঙ্গল, মৌলভীবাজার। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী ভূনবীর শাখার উদ্যোগে সরকার বাজার গোপেন্দ্রগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ মার্চ) জামায়াতে ইসলামীর ভূনবীর ইউনিয়ন সভাপতি শামসুদ্দোহা সেলিম’র সভাপতিত্বে ও সাইফুল ইসলাম বুলবুল’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী সিলেট মহানগরীর সহকারী সেক্রেটারি মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আঃ রব।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী শ্রীমঙ্গলের আমীর মাওলানা ইসমাইল হোসাইন, সেক্রেটারি আশরাফুল ইসলাম কামরুল, মো. নজরুল ইসলাম’সহ অন্যান্য নেতৃবৃন্দ।

ইফতার মাহফিলে বক্তারা বলেন, সমাজের সকল অন্যায়, অত্যাচার, চাঁদাবাজি, নিপীড়ন, ফ্যাসিবাদ এবং সুন্দর দূর্নীতিমুক্ত বাংলাদেশ গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সহযোগিতা করার আহবান জানান।

বক্তারা ফিলিস্তিনের গাজায় মুসলমানদের উপর আক্রমণ ও ভারতে মুসলমানদের উপর নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। এবং মানুষ-মানুষের সম্প্রীতি বজায় রেখে বসবাস, সৎ ও যোগ্য নেতৃত্ব গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামীকে সহযোগিতা করার আহবান জানান সিলেট জামায়াতের সহকারী সেক্রেটারি মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট আঃ রব।
এসময় উপস্থিত ছিলেন সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক’সহ স্থানীয় নেতৃবৃন্দ।