শ্রীমঙ্গলে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে

শ্রীমঙ্গল প্রতিনিধি–

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদ-উল আযহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়।

রবিবার (১০ জুলাই) ২০২২ ইং। সকাল ৬.৪৫ মিনিটের সময় শ্রীমঙ্গল নতুন বাজার জামে মসজিদের ইমাম হাফেজ মো.জামাল উদ্দিন ঈদের প্রথম জামাত আদায় করান।

উক্ত ঈদগাহ ময়দানে ১ম জামাতের আগে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড.মো.আব্দুস শহীদ এমপি, সভাপতি, অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটি বাংলাদেশ জাতীয় সংসদ, শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.আলী রাজিব মাহমুদ মিঠুন, শ্রীমঙ্গল পৌরসভার মেয়র মহসিন মিয়া মধু, উপস্থিত ছিলেন সর্বস্তরের মুসল্লিয়ান একরাম।

মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি, সবাইকে ঈদের শুভেচ্ছা জানান ও সবাইকে সালাম জানিয়ে বলেন, আমরা জনগণের প্রতিনিধি হিসেবে এখানে এসেছি, এখানে জামাতে শরিক হয়েছি।
সবাই ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদের ১ম জামাত অনুষ্ঠিত হয়।
শাহী ঈদুগাহে ১ম,২য়,৩য় মোট তিনটি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

শ্রীমঙ্গল উপজেলায় প্রতিটি ঈদগাহ ও স্থানীয় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

এবং দেশবাসীর জন্য মোনাজাত করা হয়।