শ্রীমঙ্গলে আসক ফাউন্ডেশনের বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি

মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলায় “হে বিশ্ববাসী সুন্দর পৃথিবীতে শান্তিতে বাঁচতে দাও” এই শ্লোগানকে সামনে রেখেই জাতিসংঘ ঘোষিত মানবাধিকার ঘোষনা বাস্তবায়নে সচেষ্ট আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে নানান কর্মসূচি পালন।

শনিবার (১০ই ডিসেম্বর) সকালে শ্রীমঙ্গল শহরের চৌমুহনা চত্বর থেকে বিশ্ব মানবাধিকার দিবস উদযাপন উপলক্ষে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তা আলী রাজিব মাহমুদ মিটুন, র‌্যালী উদ্বোধন করেন শ্রীমঙ্গল প্রেসক্লাব সভাপতি বিশ্বজ্যোতি চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল প্রেসক্লাব সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল, ওসি অপারেশন ফজলুল, প্রেসক্লাব সহ-সভাপতি কাউসার ইকবাল, সিনিয়র সাংবাদিক ইসমাইল মাহমুদ, শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাব সাধারণ সম্পাদক বিকুল চক্রবর্তী, সাংবাদিকবৃন্দরা।


এছাড়া উপস্থিত ছিলেন, স্বর্ণ পদকপ্রাপ্ত সাংবাদিক, লেখক, আতাউর রহমান কাজল, সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল নেতারা।

“সবার জন্য মর্যাদা, স্বাধীনতা এবং ন্যায়বিচার”
এই প্রতিপাদ্যেকে সামনে রেখেই আজ ৭৪তম বিশ্ব মানবাধিকার দিবস পালিত হচ্ছে।

দেশের বিভিন্ন মানবাধিকার সংগঠন মানববন্ধন, আলোচনা সভাসহ নানা কর্মসূচির মাধ্যমে দিবসটি পালন করে। তার‌ই ধারাবাহিকতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার অনুমোদিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন শ্রীমঙ্গল উপজেলা শাখার র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

উল্লেখ্য যে, ১৯৪৮ সালের এই দিনে জাতিসংঘের সাধারণ পরিষদে মানবাধিকারের সর্বজনীন ঘোষণাপত্র গৃহীত হয়। পরে ১৯৫০ সালে ১০ ডিসেম্বর দিনটিকে জাতিসংঘ বিশ্ব মানবাধিকার দিবস হিসেবে ঘোষণা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *