শ্রীমঙ্গলে অবৈধ ভাবে ছড়া দখল ও স্থাপনা নির্মাণের অভিযোগ

শ্রীমঙ্গল(মৌলভীবাজার)প্রতিনিধি::

শ্রীমঙ্গলে অবৈধ ভাবে ছড়া জবর-দখল ও স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে এক প্রভাবশালীর বিরুদ্ধে।

এরই প্রতিবাদে বৃহস্পতিবার দুপুরে উপজেলার জাগছড়া ছড়ার পাড়ে মানববন্ধন করেছেন উপজেলার ইছবপুর ও নওয়াগাঁও গ্রামবাসী।
স্থানীরা জানান, প্রভাবশালী আইয়ুব আলী খাঁন অবৈধ ভাবে ছড়া দখল করে স্থাপনা নির্মাণ করেন। ফলে ছড়ার পানি নিস্কাসনের বিকল্প ব্যবস্থা না থাকায় ছড়ার পাড়ে রাস্তা ভেঙে এলাকাবাসী চলাচলের অনুপযোগী
হয়ে পড়েছে। মানববন্ধনে কয়েকজন বলেন, এলাকার প্রভাবশালী আলহাজ্ব মাওলানা
মোহাম্মদ আইয়ুব আলী খাঁন সরকারি ছড়া দখল করে তার উপর স্থাপনা নির্মাণ করেন। এতে ছড়ার পানি নিস্কাসনের বাধায় ইছবপুর ও
নওয়াগাঁও গ্রামের ছড়াপাড়ের চলাচলের রাস্তা প্রতিনিয়ত ভেঙ্গে পড়ে যাচ্ছে। এলাকাগুলোতে অসুস্থ কোন রোগী আনা নেয়া ও ফায়ার
সার্ভিসের জরুরি গাড়ি প্রবেশ করতে পারে না। এ রাস্তাটি দ্রুত সংস্কার করা না হলে এলাকার ২ হাজার পরিবারের চলাচল বন্ধ হয়ে যাবে।
অভিযুক্ত আলহাজ্ব মাওলানা মোহাম্মদ আইয়ুব আলী খাঁন বলেন, খাস জমি ও ছড়া আমার দখলে থাকতে পারে। যদি আমার দখলে আমি সেটা ছেড়ে দিব। কিন্তু আরও যাদের দখলে আছে তাদের উচ্ছেদ করতে হবে।

উপজেলা সদর ইউনিয়নের ইউ‘পি সদস্য মো: শাহজাহান বলেন, এলাকাবাসী যখন আমাকে বলে আমি এসে রাস্তাটি দেখি, আমি
তাৎক্ষনিক চেয়ারম্যান সাবকে জানাই, তখন উভয় পক্ষকে নিয়ে ইউনিয়নে আলোচনা হয়। পরে আমরা ছড়া দখলমুক্ত করার জন্য উপজেলা সহকারী কমিশনার(ভূমি) বরাবরে একটি লিখিত অভিযোগ জমা দিয়েছি।

উপজেলা সহকারী কমিশনার(ভূমি) সন্ধীপ তালুকদার বলেন, উপজেলায় যেসব এলাকায় অবৈধ ভাবে ছড়াগুলো দখলে আছে। আমরা সেই সব ছড়াগুলো চিহিৃত করা শুরু করেছি। মেম্বার লিখিত আবেদন করেছে। আমরা নোট করেছি, খুব দ্রুত জাগছড়া ছড়াতে উচ্ছেদ অভিযান করবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *