মোঃ আমজাদ হোসেন বাচ্চু, শ্রীমঙ্গলঃ
চায়ের রাজধানী ও পর্যটন নগরী হিসেবে পরিচিত মৌলভীবাজারের চা-বাগান অধ্যুষিত শ্রীমঙ্গলে শীত জেঁকে বসেছে।
গতকাল ১৯ বৃহস্পতিবার শ্রীমঙ্গলের তাপমাত্রা নেমেছে ৬.৫ ডিগ্রিতে। ১৮ তারিখে তাপমাত্রা ছিল সাত ডিগ্রি সেলসিয়াস।
আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের আবহাওয়া পর্যবেক্ষক আনিসুর রহমান জানান, বৃহস্পতিবার সকাল ৬টা ও ৯টায় এখানে তাপমাত্রা রেকর্ড হয়েছে ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। ঢাকা কেন্দ্রীয় আবহাওয়া অফিস সূত্রে জানা যায়, ৪ জানুয়ারি ও ৪ ফেব্রুয়ারি ১৯৬৮ সালে শ্রীমঙ্গলের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছিল ২.৮ ডিগ্রি সেলসিয়াস। ২৯ জানুয়ারি ১৯৬৬ সালে হয়েছিল ৩.৩ ডিগ্রি সেলসিয়াস। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস সূত্র জানায়, ২৮ ডিসেম্বর ২০০৪ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়। ৫.২ ডিগ্রি সেলসিয়াস ।
এছাড়াও ৪ জানুয়ারি ১৯৯৫ শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৪ ডিগ্রি সেলসিয়াস। বিগত কদিন ধরেই প্রচণ্ড শীত ও মাঝারি শৈত্যপ্রবাহ বইছে শ্রীমঙ্গলে। উপজেলার ২০৫টি গ্রাম, ৯টি ইউনিয়ন একটি পৌরসভাসহ ছোট-বড় ৪৪টি চা-বাগানে শীতের কারণে সাধারণের জীবনযাত্রায় ছন্দপতন ঘটেছে। বিশেষ করে উপজেলার চা-বাগানগুলোতে শীতের তীব্রতা বেশি। রাতে কুয়াশার চাদরে ঢাকা পড়ছে প্রত্যন্ত অঞ্চল। চা-শ্রমিক, খেটে খাওয়া মানুষ ও ছিন্নমূল মানুষের দুর্ভোগের অন্ত নেই। সূর্য ওঠে গেলে দিনের বেলায় শীতল হাওয়ায় বেশ ঠাণ্ডা অনুভূত হয়, তবে সূর্যের দেখা না মিললে দিনমজুর-শ্রমজীবী, চা-শ্রমিক ও ছিন্নমূল মানুষের জীবন দুর্বিষহ হয়ে ওঠে।