শেখ জিহাদ স্টাফ রিপোর্টার
বাংলাদেশ আওয়ামী যুবলীগ, খুলনা মহানগর শাখার যুগ্ম আহবায়ক ও ছাত্রলীগ সভাপতি শেখ শাহাজালাল হোসেন সুজন এর মাতা রিজিয়া শহীদ অসুস্থতা জনিত কারনে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে নগরীর দৌলতপুর দেয়ানা ৪ নং ওয়ার্ডে বায়তুল ফালাহ জামে মসজিদে আজ বাদ জুম্মা নগর ববঙ্গবন্ধু সসৈনিক লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক ছাত্রনেতা সাংবাদিক শেখ জিহাদ এর উদ্দগে ইমাম ও খতিব মাওলানা মুফতি আবু হুরাইরা হুজুরের পরিচালনায় বিষেশ দোয়া ও মোনাজাত করা হয়।
উক্ত দোয়া অনুষ্ঠানে উপ্সথিত ছিলেন,আওয়ামীলীগ নেতা আশরাফুজজামান খোকন,শেখ আবু জাফর,মসজিদের সভাপতি মাওলানা ওয়াহিদুজজামার,সাধারন সম্পাদক ওহিদ শেখ,মুনসুর শেখ,শেখ আঃ মান্নান, শেখ আঃ কাদের,আইয়ুব আলী শেখ,ইব্রাহিম শেখ,সালাম মোড়ল,আলমগির শেখ,মোঃ তজর শেখ,মকলেসুর রহমান,তৌহিদ শশেখ,নুর ইসলাম শেখ,শামিম হোসেন,সালাম শেখ,আবুল কালাম,উসমান শেখ,নরেজ জাহান আদর,যুবলীগ নেতা শেখ আঃ আহাদ,শেখ ইমরান হোসেন রাজু,শেখ আঃ মুরাদ হোসেন,ছাত্রনেতা সুমন,সৈনিকলীগ নেতা আজিজুল ইসলাম,মিলন খানন,বাবু শেখ,আলমগির হোসেন,করিম গাজি,রিপন শেখ,রাজ শেখ,মনিরুল ইসলাম,বাবলু শেখ,সাইফুল মোড়ল,বাধন,অপুর্ব, সুজন,রাহাদ,আকাশ,সজিব,শরিফুল,রকিবুল,মুননা,সবুজ,মুসতাক,ইমন,সাকিব,আছিফ,রিয়াজ,বিপল,সোহেল,ওমর,বাপ্পি, সান্ত,সহ মসজিদের মুসল্লি ও অত্র এলাকার গন্যমান্য ও সকল বিভিন্ন পর্যায়ের রাজনৈতি নেতৃবৃন্দ।