শিক্ষা প্রতিষ্ঠান এমপিও ভুক্ত হওয়ায় আব্দুস শহীদ এমপিকে ফুলের শুভেচ্ছা

স্টাফ রিপোর্টার

শ্রীমঙ্গলে উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস শহীদ কলেজ ও কমলগঞ্জে আব্দুল গফুর মহিলা কলেজ কে এমপিও ভুক্ত করায় শ্রীমঙ্গল রামকৃষ্ণ মিশন রোডে উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপির বাসভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিক হয়।

সোমবার (১১ জুলাই) মৌলভীবাজারের শ্রীমঙ্গলে উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুস শহীদ কলেজকে এমপিও ভুক্ত এবং কমলগঞ্জে আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজকে এমপিওভুক্ত করায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ও মাননীয় শিক্ষা মন্ত্রী ডা. দীপু মনি এবং কলেজের প্রতিষ্ঠাতা কমলগঞ্জ- শ্রীমঙ্গল নির্বাচনী এলাকার সাংসদ, অনুমিত হিসাব সর্ম্পকিত কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপিকে কলেজ গর্ভনিং বডির শিক্ষক- কর্মচারীবৃন্দ এবং প্রতিষ্ঠাতার পরিবারের পক্ষ হতে হৃদ্য কৃতজ্ঞতা অভিনন্দন ও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেছেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন
প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জহর তরফদার, প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ- শ্রীমঙ্গল নির্বাচনী এলাকার সংসদ, অনুমিত হিসাব সর্ম্পকিত কমিটির সভাপতি, সাবেক চিফ হুইপ
বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মোঃ আব্দুস শহীদ এমপি। শুভেচ্ছা বক্তব্য রাখেন দুটি কলেজের গর্ভনিং বডির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, উপস্থিত ছিলেন কমলগঞ্জ আব্দুল গফুর চৌধুরী মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন, শ্রীমঙ্গল আব্দুস শহীদ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ পিয়ালী ভৌমিক, বালাগঞ্জ ডিগ্রী কলেজের অধ্যাপক অবিনাশ আচার্য, শ্রীমঙ্গল উপজেলা আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক জনাব এম হোসেন চৌধুরী মামুন, সাংগঠনিক সম্পাদক জনাব ছালিক আহমেদ, পৌর যুবলীগের সভাপতি আকবর হোসেন শাহীন, পৌর যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু তালেব বাদশা, ইউনিয়ন পরিষদের সদস্য মোহাম্মদ মহসিন মিয়া, জনাব নুরুল আমিন, সাবেক ছাত্রলীগ নেতা সাবের আহমেদ, ভুনবীর ইউনিয়ন আওয়ামীলীগের সম্পাদক সুব্রত দেব, সিন্দুরখান ইউনিয়ন যুবলীগের সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ফুল মিয়া মহালদার প্রমুখ।
আরও উপস্থিত ছিলেন গণমাধ্যম কর্মী ও আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।